কিন্তু আজ সিনেমাটি মুক্তি পেতেই ঘটল এক বিপত্তি। মুক্তির পরপরই পাইরেসি হয়ে গেছে সিকান্দার। নির্মাতারা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরাতে পেরেছেন।
এক সময় ঈদ মানেই ছিল সালমান খানের সিনেমা। আর সিনেমা এলেই ব্লকবাস্টার। তবে কয়েক বছর হলো ততটা সাফল্য পাচ্ছেন না সালমান। এবার পুরোনো দিনের মতো আবারো ফিরতে চাইছেন তিনি। টিকিট বিক্রিতেও তার প্রভাব দেখা গেছে।
ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা সিকান্দার। কিন্তু মুক্তির সঙ্গে সঙ্গেই ঘটল বিপত্তি। মুক্তির পরপরই পাইরেসি হয়ে গেছে সিকান্দার। নির্মাতারা দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরাতে পেরেছেন।
সিকান্দার পাইরেসি হওয়া এবং তা সরানোর বিষয়টি নিয়ে বক্স অফিস ও সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ কোমল নাহতা তার এক্সে (পূর্বের টুইটার) লিখেছেন, ‘এটা কোনো প্রযোজকের জন্য দুঃস্বপ্নের মতো। থিয়েটারে মুক্তির আগেই ফাঁস হয়ে গেল একটা সিনেমা।’
সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কোমল নাহতা জানিয়েছেন, প্রযোজকরা দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়ে প্রায় ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে নিয়েছেন।
সিনেমাটি কে বা কারা পাইরেসি করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নির্মাতাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এ আর মুরুগাদোস পরিচালিত সিকান্দারে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয় করেছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শারমান যোশী প্রমুখ।
এফপি/এস এন