ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ওই ঘটনায় সাংবাদিক ছাড়াও আরও তিনজন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি। রুশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সোমবার (২৪ মার্চ) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের কামান হামলায় তিন সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছেন।
রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, দৈনিক ইজভেস্তিয়ার সংবাদপত্রের সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক এবং জভেজদা টিভি চ্যানেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। তাদের একজন ক্যামেরাম্যান আন্দ্রে পানভ এবং অপরজন ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি এই হামলায় নিহত হয়েছেন।
কমিটি আরও জানিয়েছে, ঘটনার পর তারা একটি ফৌজদারি মামলা দায়ের করেছে। এ ব্যাপারটি এত সহজে বিচারহীন ছেড়ে দেবে না রাশিয়া।
এদিকে একই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের একজন সংবাদদাতা মিখাইল স্কুরাটোভ এবং এক কিশোর আহত হয়েছেন। তাদের শরীরে গুলি লেগেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওসেক) এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) কাছ থেকে প্রতিক্রিয়া দাবি করেছেন। সংস্থাটি শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করে, যার লক্ষ্য শান্তি ও টেকসই উন্নয়ন গড়ে তোলা, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা। মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া সাংবাদিক নিহতের ঘটনায় সংস্থা দুটির কার্যক্রম পদক্ষেপ কামনা করে।
পৃথক বিবৃতিতে এই ঘটনার বিষয়ে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিবের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘ সাংবাদিক হত্যার বিরোধিতা করে এবং এই ধরনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়।
এসএম/টিএ