গণ্যমান্যদের নির্বাচনে আনার ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আগামী নির্বাচনে মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা এতদিন আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তাদের মনোনয়ন দিবে।

গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণদের আগামী ইলেকশন হবে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে। বিশ্বাস রাখুন নির্বাচনে তরুণরা পার্লামেন্টে যাবেই যাবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।

আরএ/টিএ 

Share this news on: