বলিউড মেগাস্টার শাহরুখ খানের ভক্ত-অনুরাগীরা বিশেষ উৎসব প্রধানত ঈদের সময় তাকে এ ঝলক দেখা ও প্রিয় অভিনেতার থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য একপ্রকার মুখিয়ে থাকে। প্রতি ঈদের সময় কিং খানের বাড়ির সামনে দেখা যায় উপচেপড়া ভিড়। আবার সেই দৃশ্য গণমাধ্যমে শিরোনাম হয়ে আসে। তবে এবারের ঈদে এখন পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা।
কিং খান তার ফেসবুকে আজ (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য।’
পোস্টটিতে তিনি আরও লেখেন, ‘আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে পার করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন!’
এদিকে হালের আরেক জনপ্রিয় অভিনেতা সালমান খান সাদা পাঞ্জাবিতে ধরা দিয়েছে ভক্তদের কাছে। নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ভাইজান। তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা লিখেছেন,'শুকরিয়া সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ মোবারক।' এসময় ভক্তদের ভালবাসায় সিক্ত হন সালমান।
আরেকদিকে, মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান পরেছিলেন পাপ্পারাজ্জিদের খপ্পরে। বাড়ি থেকে বের হতেই পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ধরা পরেন তিনি, সঙ্গে দুই ছেলে জোনায়েদ খান এবং আজাদ রাও খান। এসময় সাংবাদিকরা ঈদের শুভেচ্ছা জানালে আমিরও তাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শুভাকাঙ্ক্ষীদের সাথে ঈদের খাবারও শেয়ার করতে দেখা যায় আমিরকে।
অন্যদিকে সাইফ আলি খান নিজের ভ্যারিফায়েড ইন্সটাগ্রামে পরিবারের সাথে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।
এমআর/এসএন