মনিরামপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, আহত ২০

যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান নামে এক ব্যক্তি বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্বপাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার চেঁচামেচি করছেন।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগে আমরা ৭-৮ জনকে উদ্ধার করে মনিরামপুর ও কেশবপুর হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশে কেটে রক্ত বেরিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করছি চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন।

বাসটি রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা দুটো বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে আঘাত করেছে। এতে দোকানের সাটার ও দেওয়াল ভেঙে বাসের দুই-তৃতীয়াংশ ভেতরে ঢুকে পড়েছে।’

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনায় ঘটনাস্থলে কারো মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলমান রয়েছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, ‘চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুইজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আলআমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজনের বাড়ি সাতক্ষীরা অঞ্চলে হওয়ায় তাঁরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ বাস উদ্ধারের কাজ করছে।’

আরএ/টিএ 

Share this news on: