ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আসন্ন ঈদুল ফিতর। ঈদের ছুটিতে কয়েক দিন আগে থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঢাকার কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার, ২৬ রমজান। যদি এবার ২৯টি রোজা হয়, তবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে ৩১ মার্চ।

আর রোজা যদি ৩০টি হয়, তবে ঈদ হবে ১ এপ্রিল। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে নাকি অতিরিক্ত গরম পড়বে?
আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে দু-এক জায়গায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এলাকাভেদে তাপমাত্রার হেরফের হতে পারে। তবে ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। এর ব্যতিক্রমও হতে পারে। এই ব্যতিক্রম হওয়ার কারণ, পার্শ্ববর্তী দেশ ভারতের যেসব অঞ্চল থেকে বায়ুপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করে, সেখানকার তপ্ত হাওয়া। এর হেরফেরে তাপমাত্রা এখন যে ধারণা করা হচ্ছে, তার চেয়ে বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, ঈদের দিন (৩১ মার্চ অথবা ১ এপ্রিল) দেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির হতে পারে। তবে এর পরিমাণ খুব সামান্য।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

জংলি সিনেমায় দিঘির অভিনয়, কৃতজ্ঞতা জানালেন পরিচালককে! Apr 01, 2025
দর্শকদেরকে হাতজোড় করে বিনীতভাবে ভালোবাসা প্রকাশ করছি: বুবলী Apr 01, 2025
img
টানা ছুটিতে রাজধানীতে যেভাবে চলছে চিকিৎসাসেবা Apr 01, 2025
আমি সবসময় চেষ্টা করবো যেন নিজের পারফরম্যান্স ছাড়িয়ে যেতে পারি: নায়ক সিয়াম Apr 01, 2025
img
ট্রাম্পের ‘লিবারেশন ডে’-র আশঙ্কায় শেয়ার বাজারে পতন Apr 01, 2025
img
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ Apr 01, 2025
img
যে কারণে উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল Apr 01, 2025
img
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ছড়িয়ে পড়ল ভয়াবহ আগুন Apr 01, 2025
img
চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় Apr 01, 2025
img
খুঁটির সাথে ধাক্কায় প্রাণ হারাল মোটরসাইকেল আরোহী Apr 01, 2025