স্টারলিংকের সংযোগও চাইলেই বন্ধ করা যাবে!

যখন তখন বন্ধ করার সুযোগ থাকছে মাস্কের স্টারলিংক সংযোগ।বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, এই সেবায়ও থাকছে আইনসম্মত আড়িপাতার সুযোগ। দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট আসলেও কর্তৃপক্ষের নির্দেশে যখন তখন বন্ধ করে দেওয়া যাবে এটি। স্যাটেলাইট ইন্টারনেট সেবার বিষয়ে বিটিআরসির জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে এসব তথ্য।

টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন,“দেশীয় গেটওয়ে বা আইআইজিগুলোর মাধ্যমে সংযুক্ত হওয়ার ফলে এর নিয়ন্ত্রণ আসলে সরকারের হাতেই থাকবে এবং যখন তখন তা বিচ্ছিন্ন করা বা সেবা বন্ধ করা সম্ভব হবে সরকারের পক্ষে।”

নির্দেশিকার ১৬তম সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস অধ্যায়ে বলা হয়েছে, এই ব্যবস্থায় লিগ্যাল ইন্টারসেপশনের ব্যবস্থা থাকবে। কোম্পানিগুলোর সিস্টেম এলআই কমপ্লায়েন্ট হতে হবে, অর্থাৎ সিস্টেমে আড়িপাতার মতো ব্যবস্থা রাখতেই হবে।

নির্দেশিকার নেটওয়ার্ক ও অপারেশন অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সেবা দিতে লাইসেন্সধারীকে অন্তত একটি গেটওয়ে দিয়ে সংযুক্ত করতে হবে। লাইসেন্সধারী তার এনজিএসও গেটওয়ে দেশে লাইসেন্সপ্রাপ্ত কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি কোম্পানির সঙ্গে যুক্ত করে ইন্টারনেট ট্রাফিক পরিবহন করবে।

জানা গেছে, বাংলাদেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা দিতে প্রথমে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন নিতে হবে। তারপর বিটিআরসির কাছে আবেদন করতে হবে। আবেদন ফি পাঁচ লাখ টাকা। লাইসেন্সের জন্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আড়াই কোটি টাকা। লাইসেন্স দেওয়া হবে ১০ বছরের জন্য। এছাড়াও দিতে হবে বার্ষিক ফি।

এফপি/টিএ 

Share this news on: