আওয়ামী লীগের সময়ে মানুষ স্বস্তিতে ঈদ করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার (৩০ মার্চ) চেম্বার ভবনে জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড়ের আয়োজনে ইফতার মাহফিল শেষে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, এবার ঈদ হবে অন্যরকম একটি ঈদ। এর আগের ঈদগুলোতে আওয়ামী লীগ থেকে একটি ন্যারিটিভ সেট করে দেওয়া হতো।
ঈদের যে আলাদা একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য নিয়ে ঈদ পালিত হতো না। আওয়ামী লীগের দেশে ও দেশের বাইরের কিছু এজেন্সি ও কিছু মানুষ একটা ন্যারিটিভ সেট করে দিত। ঈদের ঐতিহ্য ও মূল্যবোধ মোডিফাই করা হতো।
এবারের ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটি হচ্ছে কেউ আপনাকে কোনো ন্যারিটিভ সেট করে দেবে না।
আপনি আপনার মতো করে ঈদটা পালন করতে পারবেন। বিগত সময়ে আওয়ামী লীগ শুধু তাদের মতো করে ঈদটা করতে পারত। অন্য সকল রাজনৈতিক দল মামলা হামলা এসবের ভয়ে কখনো পরিবারের সঙ্গে শান্তি মতো ঈদ করতে পারত না। নতুন এই বাংলাদেশ এবার এমন একটি স্বস্তির ঈদ উদযাপিত হবে যেখানে অনেকে এমন আছেন যারা ১৬ বছরে এই প্রথমবারের মতো পরিবারের সঙ্গে ঈদ করবেন।
তাই এবার ঈদের অভিজ্ঞতা হবে নতুন নতুন।
আমরা এখন জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন মানুষের সঙ্গে শেয়ার করতে চাই। প্রত্যেকটি সময় মানুষের পাশে থাকতে চাই। আমরা মনে করি জনগণ রায়ের মাধ্যমে নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে।
অনলাইনে নির্বাচনের প্রচার ছিল সময়ের দাবি।
তবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে কেউ সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যে তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ায় মানুষের বিরুদ্ধে এমন কোনো তথ্য ছড়ায় যা তার সম্মানহানি করে বা বিভ্রান্তিকর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উপযুক্ত বিধি বিধান থাকতে হবে। এটা না থাকলে যে কেউ যেকোনো সময় মানুষকে হেনস্থা করতে পারবে। আমরা মনে করি একটি সুস্থ প্রক্রিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা চলবে। কেউ আমার দলের নয় বলেই তার বিরোধীতা করতে হবে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যদি সমালোচনার প্রয়োজন হয় তবে যেন আমরা যৌক্তিক সমালোচনা করি। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের নেতারা একজন আরেকজনের মুখ দর্শন করে না এমনও আছে। এই ট্যাবু ভাঙতে হবে। পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধ যত জোরদার হবে বাংলাদেশের রাজনৈতিক কালচার তত ভালো হবে।
পঞ্চগড়-১ আসনের প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, এখন আমরা কেন্দ্রীয় নেতারা যে যেখানে আছি। দল গোছানোর কাজ করছি। আমি সংগঠক হিসেবে আমার এলাকায় কাজ করছি। কে কোন আসনে প্রার্থী হবে তা আমার দল নির্বাচনের আগে দলীয় ফোরাম ঠিক করবে। সেই ফোরাম যদি আমাকে পঞ্চগড়-১ আসনের জন্য নির্ধারণ করে সেটি বা যদি অন্য আসনের জন্য নির্ধারণ করে তবে সেটি। এখন আমাদের প্রধান লক্ষ্য কে কোথায় নির্বাচন করবে সেটি নয় আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়নকে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে সংগঠিত করা যাতে নতুন বাংলাদেশের জনগণের রায় নিয়ে আমরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি।
এফপি/ এস এন