খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার

ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো ধরনের টোল ছাড়াই এই সড়কে যানবাহন যাতায়াত করতে পারবে।

ঈদযাত্রায় ঘর মুখো মানুষের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য খুলে দেওয়া হয়েছে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার রাস্তা।

মোট ৪৮ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়ের মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত অংশটুকু বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ।

ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো ধরনের টোল ছাড়াই এই সড়কে যানবাহন যাতায়াত করতে পারবে বলে জানান তিনি।

প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে।

৩ হাজার ৫০০ কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। এর মধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এই সড়কটি পুরোপুরি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।

প্রকল্পের ম্যানেজার সুমন সিংহ বলেন, চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি-রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই।

ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না।

গাজীপুর মহানগর পুলিশের এডিসি অশোক কুমার পাল জানান, এর আগে এক্সপ্রেসওয়েটির নারায়ণগঞ্জগামী কিছু অংশ খুলে দেওয়া হলেও টাঙ্গাইলগামী অংশ বন্ধ ছিল। এবার গাজীপুরের অংশ থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত সাময়িকভাবে চালু করা হয়েছে। ফলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমবে।

এফপি/টিএ

Share this news on: