ঈদযাত্রায় চাঁদপুরের নৌ-পথে ডাকাতের আতঙ্ক

ঈদযাত্রাকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর-চর কালীপুর ট্রলারঘাটে ভর করেছে ডাকাত আতঙ্ক। এই বছর পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে। মূলত দুই উৎসব একই সময়ে অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করেই স্থানীয়দের মাঝে এ আতঙ্ক দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলার আসরকে কেন্দ্র করে বেড়ে যায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। দুই উৎসবের কারণে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সভা করেছেন। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য নৌপথে ট্রলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর-কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে কয়েক হাজার যাত্রী পারাপার হয়। সারা বছরের বৃহস্পতি, শুক্র, শনি দিনে রাতে ৩ থেকে ৪ হাজার লোক এই পথে পারাপার হয়ে থাকে। ঈদে এ সংখ্যা দাঁড়ায় ৭ থেকে ৮ হাজারের মতো। আর মতলবের ওই সীমানাতেই এবার ঈদের সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর লেংটার মেলা। তাই সপ্তাহজুড়ে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সময়ে নৌ-পথে ডাকাতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইকবাল হোসাইন নামে মতলব উত্তর উপজেলার একলাশপুর এলাকার এক যাত্রী বলেন, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন টলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ ট্রলারে থাকা ১১ যাত্রী ছিলাম। লেজার মারার পর সবাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
নাম প্রকাশে না করা শর্তে ট্রলারের কয়েকজন চালক জানায়, সচরাচর ডাকাতরা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।

আলী হোসেন নামের এক যাত্রী বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না। মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব আলম লাভলু জানান, কয়েক বছর আগে এ পথে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতরা লুটে নেয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের পাঁচদিন আগে এবং পরে প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসঙ্গে হওয়ার কারণে ধনাগোদা নদীতে টহল জোরদারের জন্য সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চাই : সিইসি Nov 25, 2025
img
হানিফসহ চার জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ৮ ডিসেম্বর Nov 25, 2025
img

সিইসি

আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া Nov 25, 2025
img
বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন Nov 25, 2025
img
এক অদ্ভুত শূন্যতা, চারপাশের বাতাস যেন কমে গেছে: অমিতাভ Nov 25, 2025
img
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মাস্টার প্ল্যান, মতামত পাঠানোর আহ্বান Nov 25, 2025
img
নির্বাচনকে রক্ষা করা যাবে কি- প্রশ্ন সারোয়ার তুষারের Nov 25, 2025
img
বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই Nov 25, 2025
বিএনপির প্রার্থী তালিকায় আসছে বড় রদবদল Nov 25, 2025
img
বড়দিনে ফের মুখোমুখি দেব-শুভশ্রী Nov 25, 2025
img
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি Nov 25, 2025
img
হাসিনা-টিউলিপের দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ Nov 25, 2025
img
সিলেট নগরীর ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের সিদ্ধান্ত Nov 25, 2025
img

ইউক্রেন যুদ্ধ

মার্কিন শান্তি পরিকল্পনা ২৮ থেকে নেমে এলো ১৯ দফায় Nov 25, 2025
যে জায়গায় দোয়া কবুল হয় | ইসলামিক জ্ঞান Nov 25, 2025
img
নিজের খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর Nov 25, 2025
img
তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে : রুমিন ফারহানা Nov 25, 2025
img
বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, বিক্রি হবে অ্যালকোহলমুক্ত বিয়ার Nov 25, 2025
img
দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু Nov 25, 2025
img
নাটোরে প্রশাসনের আশ্বাসে নেসকো অফিস ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত Nov 25, 2025