ঈদযাত্রায় চাঁদপুরের নৌ-পথে ডাকাতের আতঙ্ক

ঈদযাত্রাকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর-চর কালীপুর ট্রলারঘাটে ভর করেছে ডাকাত আতঙ্ক। এই বছর পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে। মূলত দুই উৎসব একই সময়ে অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করেই স্থানীয়দের মাঝে এ আতঙ্ক দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলার আসরকে কেন্দ্র করে বেড়ে যায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। দুই উৎসবের কারণে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সভা করেছেন। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য নৌপথে ট্রলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর-কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে কয়েক হাজার যাত্রী পারাপার হয়। সারা বছরের বৃহস্পতি, শুক্র, শনি দিনে রাতে ৩ থেকে ৪ হাজার লোক এই পথে পারাপার হয়ে থাকে। ঈদে এ সংখ্যা দাঁড়ায় ৭ থেকে ৮ হাজারের মতো। আর মতলবের ওই সীমানাতেই এবার ঈদের সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর লেংটার মেলা। তাই সপ্তাহজুড়ে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সময়ে নৌ-পথে ডাকাতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইকবাল হোসাইন নামে মতলব উত্তর উপজেলার একলাশপুর এলাকার এক যাত্রী বলেন, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন টলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ ট্রলারে থাকা ১১ যাত্রী ছিলাম। লেজার মারার পর সবাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
নাম প্রকাশে না করা শর্তে ট্রলারের কয়েকজন চালক জানায়, সচরাচর ডাকাতরা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।

আলী হোসেন নামের এক যাত্রী বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না। মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব আলম লাভলু জানান, কয়েক বছর আগে এ পথে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতরা লুটে নেয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের পাঁচদিন আগে এবং পরে প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসঙ্গে হওয়ার কারণে ধনাগোদা নদীতে টহল জোরদারের জন্য সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয় Jul 14, 2025
img
পোকা দমনে মাছি চাষের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের Jul 14, 2025
img
বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, নথিপত্র-ভোটার তালিকা পুড়ে ছাই Jul 14, 2025
img
দেশের ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা Jul 14, 2025
img
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ Jul 14, 2025
img
সত্যিকারের গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : ফরাসি রাষ্ট্রদূত Jul 14, 2025
img
ম্যাচসেরার পুরস্কার জিতে স্ত্রীকে ধন্যবাদ দিলেন খালেদ Jul 14, 2025
img
বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী Jul 14, 2025
img
১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ Jul 14, 2025
যেকারনে মামুনের বিরুদ্ধে লায়লার মামলার আবেদন খারিজ হল Jul 14, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল উপভোগ করলেন সাদ উদ্দিন Jul 14, 2025
জুলাই গণঅভ্যুত্থানের বাঁকবদল : ১৮ জুলাই, নিয়ন্ত্রণ কার হাতে? Jul 14, 2025
একক মাস্টারমাইন্ড ঘোষণায় জুলাই যোদ্ধাদের ছোট করা হয়েছে Jul 14, 2025
img
ক্লাব বিশ্বকাপের ট্রফি উদযাপনে ট্রাম্পের অদ্ভুত কাণ্ড Jul 14, 2025
img
চেলসির ঝুলিতে বিশাল অঙ্ক, ক্লাব বিশ্বকাপে কোন দল কত টাকা পেল? Jul 14, 2025
img
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১ Jul 14, 2025
img
নোবিপ্রবির ৩ শিক্ষার্থীর ওপর হামলা ঘটনায় গ্রেফতার ৩ Jul 14, 2025
img
তৃতীয় দফায় ইরান থেকে দেশে ফিরল আরও ৩০ বাংলাদেশি Jul 14, 2025
img
ম্যাক্সওয়েলে স্বপ্নভঙ্গ ওয়াশিংটনের, চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক Jul 14, 2025
img
সমতার মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব: আলী রীয়াজ Jul 14, 2025