ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় বসবে সাত শতাধিক চেকপোস্ট

ঈদের ৯ দিনের ছুটি শুরু হচ্ছে শুক্রবার থেকে। ইতিমধ্যে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। ফলে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ঘরমুখো মানুষ নানা প্রতারণা ও অপরাধের শিকার হওয়ার আশঙ্কা থাকে। গত বুধবার ধানমন্ডি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা রাজধানীর মানুষকে ভাবিয়ে তুলছে। এ কারণে ঈদে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে এক সভায় ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত করার সিদ্ধান্ত হয়েছে। নিশ্চিত নিরাপত্তার জন্য করণীয় বিষয়ে নানা দিকনির্দেশনা দেন আইজিপি। এই নির্দেশনার পর সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ, র‍্যাব, বিজিবি ছাড়াও আনসার সদস্যরা এসময় মাঠে থাকবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদর দপ্তর থেকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। সর্বাধিক সংখ্যক টহলেরও ব্যবস্থা করা হয়েছে।
 
বসবে সাত শতাধিক চেকপোস্ট: মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সভাপতিত্বে এক সভায় ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, বিজিবি থাকবে মাঠে। টহল ছাড়াও সকল অলি গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

পুলিশ কমিশনার বলেন, পুলিশ দায়িত্ব পালন করলেও ঈদে বাড়ি যাওয়ার সময় বাড়ি, ফ্ল্যাট, দোকান ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করবো।

মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল মল্লিক বলেন, ডিবির পক্ষ থেকে সমগ্র মহানগরকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হবে। সব জায়গাতে গোয়েন্দা পুলিশের সদস্যরা থাকবে। মহানগর উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে পুলিশ টহল ও চেক পোস্ট বৃদ্ধি করা হবে। সাত শতাধিক চেকপোস্ট পরিচালনা করা হবে।

মাঠে নামছে ৪৩১ জন অক্সিলারি পুলিশ: এবার প্রথমবারের মতো ঢাকা মহানগরীর নিরাপত্তায় পুলিশের সঙ্গে মাঠে থাকছে ৪৩১ জন অক্সিলারি পুলিশ। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকার নিরাপত্তাকর্মীদের মধ্যে থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। তবে তারা কোন তদন্ত করতে পারবেন না। কাউকে গ্রেফতারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করবেন।

র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, ঈদে মানুষের নিরাপত্তায় গোয়েন্দা কার্যক্রম ও টহল জোরদার করা হয়েছে। এ সময় ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে র্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যরা তত্পর থাকবে।
র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি শহিদুর রহমান বলেন, কোন ধরনের অপরাধ সংঘঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি থাকবে গোয়েন্দা তত্পরতা।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক বলেন, ঈদকে সামনে রেখে পুলিশের বিশেষায়িত ইউনিট হাইওয়ে শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশকে বিশেষভাবে সক্রিয় করা হয়েছে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধেও বিশেষ নজরদারি থাকবে। প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী সার্বক্ষণিক পাশে থাকবে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন বলেন, আগামীকাল শনিবার থেকে গার্মেন্টস ছুটি হবে। তখন সড়কে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গাজীপুর থেকে শুরু করে উত্তর বঙ্গ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের যেসব জায়গায় যানজট হয়, সেসব স্থান চিহ্নিত করা হয়েছে। ওইসব জায়গায় এখন থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইওয়ের নিরাপত্তা নিশ্চিত ও যানজটমুক্ত করতে হাইওয়ে পুলিশের সঙ্গে জেলা পুলিশও কাজ করবে।

এদিকে প্রিয় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন মানুষ। ঘরমুখো মানুষেরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারেন সেজন্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। এতে নির্বিঘ্নে, কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। এছাড়াও যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সিগন্যালের ভুলে যাত্রী রেখে চলে গেলো ট্রেন, স্টেশন মাস্টার বরখাস্ত Jul 14, 2025
img
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত Jul 14, 2025
img
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শাকিব খান! Jul 14, 2025
img
পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে নির্বাচন হয় খুব নিকটবর্তী অথবা দূরবর্তী : জিল্লুর রহমান Jul 14, 2025
img
সবুজ বেনারসি, ভারী গয়নায় নজর কাড়লেন পরীমণি! Jul 14, 2025
img
দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 14, 2025
img
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কাঁপল ইউক্রেন Jul 14, 2025
img
ফিফা ক্লাব বিশ্বকাপ: কে জিতলেন কোন পুরস্কার Jul 14, 2025
img
মাদরাসার পাশে মাদক বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Jul 14, 2025
img
উইম্বলডনের নতুন রাজা সিনার Jul 14, 2025
img
জুলাই আমাকে একটা ঝাঁকি দিয়েছে: কামার আহমাদ সাইমন Jul 14, 2025
img
চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির Jul 14, 2025
img
ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট : লর্ডসে ৫ম দিনে রোমাঞ্চের অপেক্ষা Jul 14, 2025
img
২৭ বছর পর গায়কের ভূমিকায় ফিরলেন আমির খান Jul 14, 2025
img
আমি অনেক ট্রমা বয়ে বেড়াই : বাঁধন Jul 14, 2025
img
রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে : সিইসি Jul 14, 2025
img
পুতিন সুন্দর কথা বলেন, তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন: ট্রাম্প Jul 14, 2025
img
১৩ বছর পরও দর্শদের ভালোবাসা পাবেন ভাবেননি জেনেলিয়া Jul 14, 2025
img
ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে : ট্রাম্প Jul 14, 2025
img
সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ও তার স্ত্রীসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট Jul 14, 2025