লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে জগদ্দলে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা।
নন্দীগ্রামের পদ্ম বিধায়ক বলেন, "পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশ যুগের প্রশংসা করছেন। ভাবা যায় ! ও'নার এই মন্তব্য দেশবিরোধী। আসলে উনি এই ধরনের মন্তব্য করে বাংলার মনীষীদের অপমান করেছেন। যারা এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পাসপোর্ট বাতিল করে ভারতে ফিরিয়ে আনা উচিত বিদেশ মন্ত্রকের। আমি সেই দাবিই জানাচ্ছি বিদেশ মন্ত্রকের কাছে ।"
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে অশান্ত ভাটপাড়ায় গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোমা-গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদের পাশে দাঁড়িয়ে এদিন রাজ্যের শাসকদল এবং পুলিশ প্রশাসনকে একযোগে আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, "তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে অর্জুন সিংকে মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে। ওরা ভালো করেই জানে ভাটপাড়া হল অর্জুনের গড়। সেই কারণে রাজনৈতিকভাবে দমাতে না-পেরে তাঁর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে, যে কীভাবে তাঁকে আইনি মারপ্যাঁচে জড়িয়ে জেলে পোড়া যায়।"
তিনি আরও বলেন, "আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্জুন সিংকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হতে পারে। সেই সাহস যদি পুলিশ প্রশাসন দেখায়, তাহলে ব্যারাকপুরের কমিশনারের অফিস ঘেরাও করব আমরা। প্রয়োজন শিল্পাঞ্চলে বনধ, হরতালের পথে যেতেও বাধ্য হব।"
এদিকে, ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এটা নতুন কিছু নয়। ২০১৯ সাল থেকে ১০০-র উপর মামলা রয়েছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। উনি, ওনার পরিবার, এমনকী তাঁর পুত্রকেও ছাড়া হয়নি। তৃণমূল ভাবছে, প্রাক্তন সাংসদকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে অথবা জেলে পুড়ে এখানে নিজেদের আধিপত্য বাড়াবে। সেটা কখনই করতে পারবে না।" অন্যদিকে, ভাটপাড়ায় অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এসএম