মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্য পাঠানোর অনুরোধ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার।
আজ শুক্রবার (২৮ মার্চ) ভূমিকম্পে দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এএফপির সাংবাদিকরা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর জান্তা প্রধান মিন অং হ্লাইং নেপিডোর একটি হাসপাতালে আহতদের দেখতে যান।
জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন হাসপাতালে এএফপিকে বলেন, আমরা আশা করছি, আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য পাঠাবেন।
প্রাকৃতিক দুর্যোগের পর মিয়ানমার খুব কমই বৈদেশিক সাহায্যের আবেদন করে। ধারণা করা হচ্ছে, তারা বৃহৎ পরিসরে সাহায্যের জন্য আবেদন করতে পারে।
জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো- সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিডো ও বাগো। মান্দালয়, নেপিডো ও সাগাইংয়ের রোগীদের জন্য রক্তদান প্রয়োজন।
এসএম