মিয়ানমারে ভূমিকম্পে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংস্তপে আটকা বহু মানুষ
মোজো ডেস্ক 09:40PM, Mar 28, 2025
মিয়ানমারের সামরিক জান্তা নেতা এ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ৬ দশমিক ৮ মাত্রার পরাঘাতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে এবং ৭৩২ জন আহত হয়েছে।
ওদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মীয়মাণ একটি বহুতল ভবন ভেঙে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। আরও অন্তত ৮১ জন নির্মাণ শ্রমিক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
মান্দালয়ে একটি মসজিদ ভেঙে পড়ে প্রাথমিকভাবে ৩ জন নিহত এবং রাজধানী নিপিধোর একটি হাসপাতাল থেকে ২০ জন নিহতের খবর জানা গিয়েছিল।
পরে বিবিসি বার্মিজ জানায়, মিয়ানমারের সামরিক জান্তা নেতা মিন অং হ্লায়িং ভূমিকম্পে শত শত মানুষ হতাহত হওয়ার ওই তথ্য জানান।
কোথায় কোথায় কতজন নিহত হয়েছে সে হিসাব দিয়ে হ্লায়িং বলেছেন, নিপিধোয় ৯৬ জন,সাগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জন নিহত হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আহত যারা হয়েছেন তাদের ১৩২ জনই নিপিধোর এবং ৩০০ জন সাগাইংয়ের বাসিন্দা বলে জানান হ্লাইং।