লন্ডনে সফল সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষ দিনে শহরের রোদ ঝলমলে আবহাওয়ায় হাঁটতে বেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে দেখা হয়ে যায়, যা এক আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতার সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তবে শান্ত ও সংযত থেকে পরিস্থিতি সামাল দেন, যা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। বক্তৃতা শেষে তিনি বলেন, তার প্রিয় গান ‘ফাইভ হান্ড্রেড মাইলস’—এই গানই যেন তার প্রতীক হয়ে উঠেছে।
অক্সফোর্ডের বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি সকলকে বলেন, ‘পরের বছর ভোটটা দিতে যেও কিন্তু। ভোটার লিস্টে নাম না-থাকলে নামটা তুলিয়ে নাও এখনই।’ ভারতীয় নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সফর শেষে তৃপ্ত মমতা বলেন, "আক্ষেপ যেন না থাকে,"—অর্থাৎ তার প্রতিদিনের হাঁটার অভ্যাসও তিনি ধরে রেখেছেন লন্ডনে।