অক্সফোর্ডেও সতর্ক করে এলেন মুখ্যমন্ত্রী মমতা

লন্ডনে সফল সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষ দিনে শহরের রোদ ঝলমলে আবহাওয়ায় হাঁটতে বেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তার পরিবারের সঙ্গে দেখা হয়ে যায়, যা এক আকর্ষণীয় মুহূর্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতার সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তবে শান্ত ও সংযত থেকে পরিস্থিতি সামাল দেন, যা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। বক্তৃতা শেষে তিনি বলেন, তার প্রিয় গান ‘ফাইভ হান্ড্রেড মাইলস’—এই গানই যেন তার প্রতীক হয়ে উঠেছে।

অক্সফোর্ডের বাংলাদেশি ও ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি সকলকে বলেন,  ‘পরের বছর ভোটটা দিতে যেও কিন্তু। ভোটার লিস্টে নাম না-থাকলে নামটা তুলিয়ে নাও এখনই।’ ভারতীয় নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সফর শেষে তৃপ্ত মমতা বলেন, "আক্ষেপ যেন না থাকে,"—অর্থাৎ তার প্রতিদিনের হাঁটার অভ্যাসও তিনি ধরে রেখেছেন লন্ডনে।

এসএম/টিএ

Share this news on: