ইংল্যান্ডে ফিরেই জিতলেন হামজা

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ইংল্যান্ডে ফিরে জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। তার দল শেফিল্ড ইউনাইটেড ইংলিশ চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলে কভেন্ট্রিকে হারিয়েছে, যা প্রিমিয়ার লিগে ফেরার পথে দলটির জন্য গুরুত্বপূর্ণ এক জয়।

গত মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামেন হামজা। মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এরপর বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে শুক্রবারই শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামেন তিনি। এই জয়ের ফলে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে তার দল, যা ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএস

Share this news on: