শাকিবকে নাম ধরেই ডাকেন ইধিকা-দর্শনারা

সাম্প্রতিককালে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে আলোচনায় রয়েছেন ওপার বাংলার দুই অভিনেত্রী ইধিকা পাল ও দর্শনা বণিক। সম্প্রতি মেগাস্টারের জন্মদিন উপলক্ষে ঢাকাই সিনেমার এই নায়কের ব্যাপক প্রশংসা করেন তারা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসল শাকিবকে নিয়ে এই দুই নায়িকার নানা মন্তব্যও। তাদেরকে প্রশ্ন করা হয় শাকিবের চালচলন, ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে। অকপটে উত্তরও দেন এই দুই নায়িকা।
একটা সময় ছোট পর্দায় কাজ করতেন ইধিকা পাল। এখন তার পরিচয় 'শাকিবের নায়িকা'। শাকিব খানের সঙ্গে একটা ছবিই বদলে দিয়েছে তার ক্যারিয়ার। 'প্রিয়তমা' পর আসছে 'বরবাদ'। অর্থাৎ, আসছে ঈদেই প্রেক্ষাগৃহে ফের দেখ মিলবে শাকিব-ইধিকা জুটিকে। কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে অনুরাগীদের।

শাকিবের প্রসঙ্গ আসতেই দরাজ ইধিকা। বললেন, 'শাকিব খুব চুপচাপ। এমন নয় যে সেটের মধ্যে হেসে বেড়াচ্ছে, তবে কাজের প্রসঙ্গ এলেই ভীষণ ফোকাসড। আমার আর শাকিবের প্রথম ছবির সময় আমি খুবই নতুন। শাকিব শিল্পীকে কাজের স্বাধীনতা দেয়। আমার মতো নবাগতাকেও তিনি স্বাধীনতা দিয়েছেন।'

ইধিকাকে প্রশ্ন করা হয়, শাকিব খান তার কমফোর্ট জোন কি না? উত্তরে বলেন, 'একদমই, ভীষণভাবে। কখনওই আনকমফোর্টবল কিছু ফিলই করিনি।' বাংলাদেশে 'আপনি' বলার রেওয়াজ রয়েছে। শাকিব ইধিকার কাছে 'আপনি' নাকি 'তুমি'? 'নায়িকার উত্তর, 'আমি ওকে নাম ধরে তুমি বলেই ডাকি। আমার মনে হয় না দাদা বললেই শুধু সম্মান দেওয়া হয়। মানুষের ব্যবহারই বলে দেয় সম্পর্কে কতটা শ্রদ্ধা রয়েছে। তার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধা ব্যক্ত করার ক্ষেত্রে দাদা বলে ডাকার দরকার পড়েনি।'

এদিকে আসছে ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের আরও একটি ছবি ‘অন্তরাত্মা। এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন দর্শনা বণিক। সুপারস্টারের জন্মদিনে প্রশংসা করলেন নায়িকা। তার কথায়, 'জানেন শাকিবের মধ্যে না একটা ব্যাপার আছে। সেটে যখন ঢুকছেন, বোঝা যায় কেউ একজন বড় মাপের ঢুকছেন। স্টারডমটা মারাত্মক। তবে বায়নাক্কা দেখিনি। ভালো অভিনেতা। টেকনিক্যালি ভীষণ স্ট্রং। অ্যাটিটিউড সমস্যা একেবারেই নেই।'
দর্শনার কাছেও কমফোর্ট জোন শাকিব। তুমি নাকি আপনি, দাদা নাকি শুধুই শাকিব? এই প্রশ্ন করা হয়েছিল তাকেও। নায়িকা হেসে উত্তর দেন, 'আমি তো তুমিই বলি, নাম ধরে শাকিব বলেই ডাকি।'

সূত্র : দ্যা ওয়াল

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়া সব কিছুর উর্ধ্বে একজন মা, তবুও দেশের মানুষকে ছেড়ে পালিয়ে যাননি: আসিফ Apr 01, 2025
img
এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান Apr 01, 2025
img
ঈদ শুভেচ্ছা জানিয়ে ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার Apr 01, 2025
img
‘বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে’ অবশ্যই আমাদের ভাবতে হবে: ড. ইউনূস Apr 01, 2025
img
আর কখনও অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে Apr 01, 2025
img
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ Apr 01, 2025
img
যতক্ষণ টাকা থাকে ততক্ষণই ঈদ সালামি দিই : তমা মির্জা Mar 31, 2025
img
ফেব্রুয়ারির চেয়ে মার্চে ধর্ষণের সংখ্যা দ্বিগুণের বেশি Mar 31, 2025
img
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ Mar 31, 2025
img
নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ Mar 31, 2025