শাফিন আহমেদকে ছাড়া প্রথমবার পর্দায় আসছে ‘মাইলস’

দীর্ঘ ১৩ বছর পর বিটিভিতে দেখা যাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসকে। প্রয়াত শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবেন তারা। পরিবেশনায় থাকবে তাদের জনপ্রিয় ৭টি গান আর কথার ফাঁকে উঠে আসবে মাইলসের জানা-অজানা অনেক চমকপ্রদ কাহিনী। সাবেক সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের উপস্থাপনায় ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে ব্যান্ড শো ‘ফিরিয়ে দাও’।

উপস্থাপক কাজী মমরেজ বললেন, ‘‘দর্শকরা হতাশ হবেন না। কারণ, মাইলসের ‘ফিরিয়ে দাও’ ব্যান্ড শোতে থাকছে- গল্প, কথা, গান আর আনন্দের এক অনাবিল আয়োজন।’’

এসএন 

Share this news on: