জাতীয় ক্রিকেট দলের কোচের তালিকায় হিটলিস্টে আছেন যারা
মোজো ডেস্ক 05:47PM, Mar 29, 2025
এই মুহূর্তে আন্দ্রে অ্যাডামস রয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে। গেল বছরের ফেব্রুয়ারিতে টাইগারদের কোচ হয়ে আসার পর অ্যাডামস দুই বছরের চুক্তি করেছিলেন বিসিবির সঙ্গে। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি বাংলাদেশের পেস কোচের দায়িত্ব সামলেছেন। এর মধ্যে এক বছর বাকি থাকতেই তার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছে বিসিবি।
গুঞ্জন চলছে, অ্যাডামসের বাংলাদেশ অধ্যায় শেষ হতে যাচ্ছে শিগগিরই। তার কাজে পরিপূর্ণভাবে খুশি নয় বিসিবি। যে কারণে কয়েকজন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গেও কথা বলছে বিসিবি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের একটি সূত্র।
সূত্র জানিয়েছে, কোচ বদলের এই বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। যে তিনজন কোচের সঙ্গে কথা হচ্ছে তার মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইটও আলোচনায় আছেন। যিনি কিছুদিন আগে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসের। এ ছাড়া তালিকায় রয়ছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
এর আগে বাংলাদেশ প্রথমবার ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ২০২২ সালের মার্চে। তার সময়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদসহ জাতীয় দলের পেস বোলিং বিভাগের দারুণ উন্নতি নজর কাড়ে। যদিও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তাদের ব্যর্থতার দরুন সমালোচনার মুখে পড়েন কোচ ডোনাল্ডও। বিশ্বকাপ শেষেই তিনি নিজ থেকে চাকরি ছাড়েন। গুঞ্জন ছিল তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার সম্পর্কটা ঠিক স্বাভাবিক যাচ্ছিল না। এখন নতুন করে ৫৮ বছর বয়সী ডোনাল্ডের সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।