লক্ষ্মীপুরে হাসিনাবিরোধী ১৬ বছরের আদোলন সংগ্রাম ও গুম খুনের হতাহতের পরিবারের পাশে সব সময় আছে বিএনপি। আজ (২৯ মার্চ) লক্ষ্মীপু্রে শতাধিক পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘বিএনপি ১৬ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে। একটি পক্ষ এটাকে হাইজ্যাক করতে চায়।’
লক্ষ্মীপুর শহরের বশির মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
আন্দোলনে নিহত ও গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান প্রমুখ।
আরএ/এসএন