লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েক মাস ধরেই ঝামেলা চলছে মার্কিন বক্সার লগান পলের। এরইমধ্যে দুই পক্ষ আইনের আশ্রয়ও নিয়েছে, মামলা হয়েছে পাল্টাপাল্টি। এরপর মেসিকে রিংয়ে লড়ার প্রস্তাব দিয়েছিলেন পল।
ঝামেলার শুরুও একটি পানীয় নিয়ে। ব্যবসায়িক অংশীদার কেএসআইয়ের সঙ্গে ২০২২ সালে ‘প্রাইম’ নামে একটি পানীয় বাজারজাত শুরু করেন লোগান। এরপর মেসিও ‘মাস+’ নামে একটি পানীয়ের ব্র্যান্ড গত বছর জুন থেকে বাজারজাত শুরু করেন। কিন্তু পানীয় দুটির প্যাকেজিং ও ডিজাইন প্রায় একই রকম হওয়ায় আলোচনার সূত্রপাত ঘটে।
লোকে অভিযোগ করেন, পানীয় দুটি কিনতে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়ছেন। এই বিষয়টা অনুধাবনের পর অপ্রতিযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে পলের প্রাইমের বিরুদ্ধে মামলা করেন মেসি।
বক্সিংয়ের পাশাপাশি ইউটিউবিংয়েও জনপ্রিয় পল বসে থাকেননি, তিনিও পাল্টা মামলা দিয়েছিলেন মেসির বিরুদ্ধে। তার ‘প্রাইম’ আবার মেসির মাস+’র আগে প্রতিষ্ঠিত। সম্পূর্ণ ঘটনাটির বিবরণ দিয়ে নিজের চ্যানেলে একটা ভিডিও ছেড়েছেন তিনি। সেই ভিডিওতেই মেসিকে রিংয়ে লড়ার প্রস্তাব দেন। এও বলেন যে, মেসি রিংয়ে লড়লে মামলা তুলে নেবেন তিনি।
পল বলেন, ‘আমি শপথ করছি মামলা তুলে নেব, যদি মেসি রিংয়ে আমার সঙ্গে বক্সিংয়ে লড়ে। রিংয়ে দেখা হবে, ভাই।’
এই চ্যালেঞ্জ নিয়ে মেসি এখনও কোনো সাড়া দেননি। তবে দিয়েছেন তার বডিগার্ড ইয়াসিন চুকো। চুকো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক নেভি সিল মেম্বার, অবসরে যাওয়ার আগে তিনি ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন, এখন বছরে প্রায় আড়াই লাখ ডলার বেতনে মেসির বডিগার্ড।
এক টিকটকার চুকোকে চ্যালেঞ্জের বিষয়টি অবহিত করেন। লগান পলের প্রসঙ্গ তোলার পর চুকো বলেন, ‘লোকটি কে, লিও তা জানেন না। সে যদি সত্যিই লড়াই করতে চায়, তবে আমার সঙ্গে লড়তে পারে। একজন ফুটবলারের বিরুদ্ধে কেন লড়বে!’’ কমব্যাট স্পোর্টসের এক্স হ্যান্ডল ‘হ্যাপি পাঞ্চ’-এ ভিডিওটি পোস্ট করা হয়।
চুকোর এই চ্যালেঞ্জের পর লোগান আর কোনো জবাব দেননি। কিন্তু চুকো এটুকুতেই থামেননি। দুই দিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লোগানের জন্য একটি ভিডিও পোস্ট করেন চুকো।
সেই ভিডিওতে চুকো বলেন, ‘শোনো লোগান, এই ভিডিও করেছি কারণ, রাস্তায় ও ইনস্টাগ্রামে অনেকের অনেক বার্তা ও মন্তব্য পেয়েছি এই লড়াই নিয়ে। আসো মানুষের জন্য এই লড়াই করি। চলো এটা করি।’
লোগান এ ভিডিওতেই মন্তব্য করেন, ‘আমার ভাই অন্য কিছু ভেবেছিল।’ মেসির বডিগার্ড উত্তর দেন, ‘কেন? ভয় পাচ্ছ? বড় বড় কথা বলে পিছু হটছ?’
ঘটনা এখানেই থামেনি। ইউটিউবে গত বুধবার রাতে পোস্ট করা নিজের সাপ্তাহিক ভিডিও ব্লগে লোগান এর উত্তর দিয়েছেন। ভিডিওতে লোগানকে বক্সিং অনুশীলন করতে দেখা যায়। তখন কেউ একজন তাকে মেসির বডিগার্ডের চ্যালেঞ্জের বিষয়ে জানান।
লোগান এরপর একটি শর্তে চুকোর সঙ্গে লড়াইয়ে রাজি হয়ে বলেছেন, ‘তাকে (চুকো) আচরণ ঠিক করতে বলো। এমএমএতে খেলা কেউ ভাবছে, সে বক্সিং করতে পারে। সে ভাবছে, মেসির বডিগার্ড বলেই সে জিততে পারে এবং লোকজনের মনোযোগ কাড়তে পারে।’
লোগান এরপর বলেন, ‘আমি এখন পুয়ের্তো রিকোয় আছি। পুয়ের্তো রিকোয় আমাকে থামাতে চাইলে তোমাকে স্বাগতম। কিন্তু যখন আমি তোমাকে হারাব, তারপর তোমাকে প্রাইম পান করতে হবে।’
লোগান আরও বলেন, ‘মেসির জন্য আমার সত্যিই খারাপ লাগছে। কারণ, সে মামলায় হেরে যাবে। হয়তো বডিগার্ডকেও হারাবে। কারণ, একজন ইউটিউবারের কাছে হেরে গেলে তাকে রাখার কী দরকার। বিশ্বকাপ বাদে সে সবকিছুই হারাচ্ছে।’
আরএ/এসএন