শাকিবের জন্মদিনে চমক, ‘তাণ্ডব’-এর পোস্টার প্রকাশ্যে আসতেই ভাইরাল

ঢালিউডের মেগাস্টার শাকিব খান তার নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে ভক্তদের জন্য একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ‘সিনেকম্প’ অ্যালার্ট দিয়েছেন এবং জানান, 'বরবাদ' পরবর্তী আকর্ষণ হিসেবে আসছে ‘তাণ্ডব’।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সিনেমার পোস্টার শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “সিনেকম্প অ্যালার্ট! ‘বরবাদ’ পরবর্তী আকর্ষণ ‘তাণ্ডব’।” পোস্টার থেকে জানা যায়, 'তাণ্ডব' পরিচালিত হচ্ছে রায়হান রাফি দ্বারা, যিনি এর আগে ‘তুফান’ সিনেমা পরিচালনা করেছিলেন। এই সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আসন্ন কোরবানির ঈদ (ঈদুল আযহা)-তে।

সিনেমার মুক্তির ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের বেশিরভাগই মন্তব্য করেছেন, ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের লুকটি বলিউড সুপারস্টার সালমান খানের লুকের সাথে মিলে গেছে। অনেকেই বলছেন, শাকিব খানের নতুন সিনেমা আরও একটি হিট হতে চলেছে, কারণ তিনি সবসময়ই নতুন কিছু উপস্থাপন করেন।

এছাড়াও, এবারের রোজার ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একটি হলো ‘বরবাদ’, যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। অন্যটি হলো ‘অন্তরাত্মা’, যেখানে তার জুটির সঙ্গী কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক। 

আরএ/এসএন

Share this news on: