শাহরুখ খানের পাসপোর্ট মেরুন, কারণ জানালেন অভিনেতা

এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে পাসপোর্ট অবশ্যই বাধ্যতামূলক। সাধারণত ভারতীয়দের পাসপোর্টের রঙ নীল। তবে শাহরুখের ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। তাঁর পাসপোর্ট-এর রঙ মেরুন।


নীল ও মেরুন ছাড়া আরও একটি রঙের পাসপোর্ট পেতে পারেন ভারতীয়রা। সাদা রঙের। তবে মেরুন বা সাদা রঙের পাসপোর্ট যে কেউ চাইলেই কিন্তু পাবেন না।

আপনি সাধারণত নীল রঙের পাসপোর্ট দেখে থাকবেন। সেই পাসপোর্ট ব্যবহার করে আপনি অন্য দেশে যেতে পারবেন। সাধারণত অনেকেই মেরুন বা সাদা রঙের পাসপোর্ট সামনে থেকে দেখেননি।

সাধারণত যাঁরা সরকারি কাজে বিদেশে যান, তাঁদের সাদা পাসপোর্ট থাকে। সরকারি কর্তা, আমলা যাঁদের ঘন ঘন বিদেশ যেতে হয়, তাঁরা সাদা রঙের পাসপোর্ট পান।
 
শাহরুখ খান মেরুন পাসপোর্ট ব্যবহার করেন কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায় না। তবে শাহরুখের কাছে সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা রয়েছে। সেটি ব্যবহার করে তিনি সেই দেশে থাকার বা যাতায়াতের বিশেষ সুবিধা পান।

মেরুন পাসপোর্ট থাকে কূটনীতিক বা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। শাহরুখ তো তেমন কেউ নন। তা হলে?

আসলে ভারতীয় সিনেমায় শাহরুখের অসামান্য অবদানের জন্য এই পাসপোর্ট দিয়ে সরকার তাঁকে সম্মান জানিয়েছে। এই পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না।

আরএ/এসএন

Share this news on: