জোভানের নতুন সঙ্গী কলকাতার অভিনেত্রী, আসছে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০

সাত বছর আগে নির্মিত হওয়া ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি কিস্তি এসেছে পর্যায়ক্রমে। সর্বশেষ কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপর দর্শক চাহিদায় এবারের ঈদে নতুন রূপে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। ইতিমধ্যে নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে।

এর মধ্যে নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে দেখা গেছে কলকাতার ‘ফুলকি’ ধারাবাহিকের অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে।

‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি মুক্তির আগেই জানা গেছে এটিরও পরবর্তী কিস্তি আসতে যাচ্ছে। নির্মিত হবে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’, যেটিতে দিব্যাণী মণ্ডলকে দেখা যাবে বেশ বড় ভূমিকায়। এমনটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

তিনি বলেন, ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে কোনো একটি বিষয় ঘিরে দিব্যাণীর আগমন। তবে তার মূল ভূমিকা দেখা যাবে পরবর্তী কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’-তে।

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে জোভান-মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, কিংকর আহসান, সহিদ উন নবী, মেধা, স্বর্ণা প্রমুখ।

আরএ/এসএন

Share this news on: