২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ জন ডেঙ্গু রোগী।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন একজন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন একজন রোগী।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭৬ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ১ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।


এমআর


Share this news on: