কোচের পদ থেকে দোরিভালকে ছাটাইয়ের পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখন নতুন কোচের খোঁজে। ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে আনচেলোত্তি ও হোর্হে জেসুসের নাম শোনা গেলেও এবার সে তালিকায় যুক্ত হলো আরেকটি নাম।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তির প্রতি আগ্রহ সিবিএফের।সিবিএফ কর্মকর্তারা তার সঙ্গে আলোচনা করেছিলেন দোরিভালকে ছাটাইয়ের আগে। যদিও আনচেলত্তির পক্ষ থেকে এমন খবর অস্বীকার করা হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের তিন সম্ভাব্য কোচের তালিকায় গার্দিওলা তৃতীয় ব্যক্তি হিসেবে রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গার্দিওলা আগে ব্রাজিলের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে ইতিহাদ থেকে তাকে আনা কঠিন হতে পারে।৫৪ বছর বয়সী এই কোচ গেল নভেম্বরে ম্যানসিটির সঙ্গে নতুন চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ২০২৭ সাল পর্যন্ত।
ক্লাব ফুটবলে সব কিছু জয় করা এই কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা বলেছেন নানা সময়ে। টমাস টুখেলের আগে তার ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা ছিল বেশ। যদিও সে গুঞ্জন বেশি স্থায়ী হয়নি।
এরপর ম্যানচেস্টার সিটিতে নতুন চুক্তি করেন তিনি। চলতি মৌসুম শেষে আরো দুই মৌসুম দায়িত্বে থাকার কথা তার।ব্রাজিলের কোচ হিসেবে গার্দিওলার নাম আসা এটাই প্রথম নয়। গেল নভেম্বরেও খবর বের হয় ২০২৬ বিশ্বকাপের পর সেলেসাওদের দায়িত্ব নিতে পারেন গার্দিওলা।ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে আগামী কিছুদিন নানা জল্পনা শোনা যাবে নিশ্চিতভাবেই।দেখা যাক সিবিএফ শেষ পর্যন্ত কাকে নিতে পারে।
এমআর