ইদে দিলদার আমির! প্রাক্তন-বর্তমান সবাইকে নিয়ে পারিবারিক উদযাপন

এবারের ইদ আমির খানের জন্য স্পেশাল। ষাটের সুপারস্টার নতুন করে প্রেমে পড়েছেন। সেই খবর জন্মদিনেই ফাঁস করেছিলেন তিনি। প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত, কিরণ রাওয়েরও সমস্যা নেই। পরিবারে শান্তির সহাবস্থান। সোমবার ইদের দিনও ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ হিসেবে দেখা গেল তাঁদের। ছেলে আজাদকে নিয়ে হাজির হন কিরণ রাও। ওদিকে জুনেইদের সঙ্গে এলেন মা রিনা দত্ত। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় প্রাক্তনরা ধরা পড়লেও দেখা যায়নি নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। কানাঘুষো খবর, তিনিও আমিরের বাড়ির ইদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

কাছের মানুষ ছাড়া উৎসব-অনুষ্ঠান কী আর জমে? ইদ বলে কথা, আমির খানের বাড়িতেও তাই প্রাক্তন-বর্তমান সব মিলেমিশে একাকার! সোমবার সপরিবারে ইদ উদযাপন করলেন আমির। পরিচালক রাজকুমার সন্তোষিও হাজির হয়েছিলেন সেই সেলিব্রেশনে। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারেও দুধসাদা কুর্তা-পাজামায় দুই পক্ষের ছেলে জুনেইদ এবং আজাদকে পাশে নিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে ধরা দিলেন বলিউড সুপারস্টার। ফটোশিকারিদের ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে কাজু বরফির প্যাকেট নিয়ে নিজেই তাঁদের মিষ্টিমুখ করালেন আমির। এদিন কাউকে নিরাশ করেননি অভিনেতা।

ইদের দিন শাহরুখ-সলমনের পাশাপাশি আমিরের পালি হিলসের বাড়ির সামনেও ভিড় জমান অনুরাগীরা। এবারও তার অন্যথা হয়নি। অনুরাগীদের সই বিলিয়ে তাঁদের সেলফির আবদারও মেটাতে দেখা গেল মিস্টার পারফেকশনিস্টকে। যেসব লেন্সবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। ভক্তরা বলছে, আমির খান যেন একটু বেশিই ‘দিলদার’ এবার। তবে কি নতুন প্রেমের খুশিতেই এহেন পরিবর্তন?

এফপি/টিএ

Share this news on: