বাপ সবসময় বাপই থাকে: আফরান নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ার, অনুপ্রেরণা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, হুমায়ূন ফরিদী সম্পর্কে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "আমি তাকে এডমায়ার করি, তাকে অনেক শ্রদ্ধা করি ও সম্মান জানাই। আমার কাছে মনে হয় তিনি সর্বমাধ্যমে পারফেক্টলি নিজেকে এঙ্গেজ করেছেন।"

তবে নিশো স্পষ্ট করে বলেন, তাঁর এবং ফরিদী সাহেবের তুলনা করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, "প্রত্যেক অভিনেতার আলাদা সময় ও অভিজ্ঞতা থাকে। হুমায়ূন ফরিদী আমার কাছে একজন কিংবদন্তি এবং পারফরম্যান্সের জায়গা থেকে আমি তাকে আমার গুরু মানি। কিন্তু আমি তার তুলনায় নিজেকে ভাবি না।"

নিজের পরিচয় এবং ক্যারিয়ার নিয়ে আফরান নিশো বলেন, "আমার মনে হয় আমি একজন ফরিদী হওয়ার যোগ্য নই। প্রত্যেকের আলাদা পরিচয় থাকা উচিত। অনেক সময় ছেলের পরিচয় বাবা দিয়ে হয়, আবার বাবার পরিচয়ও ছেলে ছড়িয়ে দিতে পারে। কিন্তু আমার লক্ষ্য একজন আফরান নিশো হয়ে ওঠা এবং ভবিষ্যতে ভালো কাজ করা।"

এফপি/টিএ

Share this news on: