আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লেগানেসের বিপক্ষে ম্যাচে লিড নিলেও, জোড়া গোলে তারা ফের পিছিয়ে পড়ে তারা। তবে রাতটি যেন কিলিয়ান এমবাপের জন্যই বরাদ্দ ছিল । তার জোড়া গোলেই প্রত্যাবর্তনের গল্প লিখল লস ব্লাঙ্কোসরা। যাতে ভর করে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল।
গতকাল (রোববার) রাতে কার্লো আনচেলত্তির দলটি ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে আতিথ্য দিতে নামে। এমবাপের জোড়া গোল ছাড়া একটি গোল করেছেন জুড বেলিংহ্যাম। বিপরীতে সফরকারীদের হয়ে একটি করে দিয়েগো গার্সিয়া ও দানি রাবা। পুরো ম্যাচেও দাপট ছিল রিয়ালের। ৭১ শতাংশ বল দখলে রেখে শট নেয় ২৪টি, এর মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। আর ১০টি শট নিয়ে কেবল ৪টি লক্ষ্যে রাখতে পারে লেগানেস।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে বানাব্যু শিবির গতিময় ফুটবল খেলছিল। যদিও প্রতিপক্ষের রক্ষণে গিয়ে আর পূর্ণতা দিতে পারছিল না তারা। ২০ মিনিটের পর লুকা মদ্রিচ, ব্রাহিম দিয়াজ ও এমবাপেদের শট ডিফেন্স ও গোলরক্ষকের বাধায় ফিরে আসে। আর্দা গুলার ফাউলের শিকার হলে পেনাল্টিতে ডেডলক ভাঙার সুযোগ পেয়ে যায় রিয়াল। ৩২তম মিনিটে এমবাপে পানেনকা শটে সফল স্পট কিক নেন। অবশ্য রিয়ালের উৎসবের মুহূর্ত টিকেছে কেবল এক মিনিট।
লেগানেসের দিয়েগো গার্সিয়া সতীর্থের বাড়ানো বল ধরে দূরের পোস্টে শট নেন। যা একজনের পায়ে লেগে জড়িয়ে যায় রিয়ালের জালে। ৪১ মিনিটে এবার স্বাগতিকদের আরও স্বব্ধ করে দেয় লেগানেস। বাইলাইন থেকে অস্কার রদ্রিগেসের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি রাবা। ২-১ গোলে পিছিয়ে থেকে রিয়াল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল। তার নেওয়া শট ঠেকিয়ে দেওয়া পর ব্যর্থ হন দিয়াজও, পরে স্লাইড করে বল জালে জড়ান এই ইংলিশ তারকা।
৫৩ মিনিটে এবার এগিয়ে যাওয়ার সুযোগ আসে রিয়ালের সামনে। যদিও এমবাপের শট গোলরক্ষক ঝাঁপিয়ে হাত ছোঁয়ানোর পর বল গিয়ে পোস্টে লাগে। দিয়াজ-গুলারকে উঠিয়ে এরপর দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস-রদ্রিগোকে মাঠে নামান কোচ আনচেলত্তি। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে ৭৬তম মিনিটেই ম্যাচে লিড নেয় রিয়াল। ফরাসি অধিনায়ক এমবাপে ডি-বক্সের একটু বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন। যা লা লিগায় অভিষেক মৌসুমেই তারকা ফরোয়ার্ডের ২২তম গোল। রবার্ট লেভান্ডফস্কি কেবল তার চেয়ে একটি বেশি গোল করেছেন।
আরও কয়েকটি আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফরে টানা তৃতীয় জয়ের পর লা লিগায় রিয়ালের ২৯ ম্যাচে পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এ ছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদ ২৯ ম্যাচে ৫৭ এবং অ্যাথলেটিক বিলবাও ২৮ ম্যাচে ৫২ পয়েন্ট পেয়েছে।
এফপি/এস এন