চলতি মাসের ১১ মার্চ তামিম-আবরারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ করেছিল লঙ্কা ক্রিকেট বোর্ড। অনূর্ধ্ব-১৯ দলের এই সিরিজে সবকটি ম্যাচই হবে ওয়ানডে ফরম্যাটে। সবমিলিয়ে ছয়টি ম্যাচ খেলতে এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ যুব দলের আসন্ন এই সফরেও পেস বোলিং কোচের দায়িত্বে থাকার কথা ছিল তালহা জুবায়েরের, তবে তিনি থাকছেন না। সবশেষ এশিয়া কাপেও দলের সঙ্গে ছিলেন তিনি। মূলত ডিপিএলের কারণেই প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা যুব দলের সঙ্গে যাচ্ছেন না। পুরো এপ্রিল মাসব্যাপী হবে ডিপিএল।
ঈদের পর গ্রুপপর্বের তিন ম্যাচ শেষ হলেই সুপার লিগের খেলা শুরু হবে। যেখানে প্রাইম ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা প্রবল। সবকিছু চিন্তা করেই তাই লঙ্কা সফরে থাকছেন না তালহা। আসন্ন সিরিজে না থাকার বিষয়টি তিনি নিজেই ঢাকা পোস্টকে জানিয়েছেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের এই সফর শুরু হবে আগামী ২৪ এপ্রিল। মূল সিরিজের আগে রয়েছে ওয়ার্মআপ ম্যাচ। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দু’দিন পর দ্বিতীয়টি। এরপর ১, ৩, ৬ ও ৮ মে হবে বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা শুরু সময় এখনও নির্ধারিত হয়নি।
এফপি/এস এন