ঈদযাত্রায় সঙ্গে যেসব গ্যাজেট রাখবেন

ঈদে এরই মধ্যে অনেকেই নাড়ির টানে বাড়ি যাচ্ছেন। অনেকে অপেক্ষায় আছেন অফিস ছুটির। ঈদযাত্রায় স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দরকারি গ্যাজেট সঙ্গে রাখা ভালো। কয়েকটি গুরুত্বপূর্ণ গ্যাজেটের তালিকা জেনে নিন-

১. স্মার্টফোন সঙ্গে রাখুন। গুগল ম্যাপ, টিকিট বুকিং, এবং জরুরি যোগাযোগের জন্য ফোন অপরিহার্য।

২. একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন, যাতে ব্যাটারি শেষ হয়ে গেলেও ফোন চালু রাখতে পারেন।

৩. ইয়ারফোন বা ওয়্যারলেস ইয়ারবাডস দীর্ঘ যাত্রায় গান শুনতে বা কল ধরতে কাজে আসবে।

৪. এক্সট্রা চার্জিং কেবল ও অ্যাডাপ্টার সঙ্গে রাখুন।

৫. স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড সঙ্গে রাখা জরুরি। সময় দেখা, কল ও মেসেজের নোটিফিকেশন পাওয়া এবং হার্ট রেট মনিটর করার জন্য কাজে আসবে।

৬. পোর্টেবল ওয়াইফাই হটস্পট বা মডেম রাখতে পারেন।যদি রাস্তায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়, তাহলে পোর্টেবল মডেম বা হটস্পট ডিভাইস সঙ্গে রাখতে পারেন।

৭. মিনি ফ্যান বা হ্যান্ডহেল্ড কুলার রাখতে পারেন। গরমের মধ্যে আরাম পেতে হ্যান্ডহেল্ড ইলেকট্রিক ফ্যান কাজে লাগতে পারে।

৮. বিভিন্ন ধরনের চার্জিং পোর্টের জন্য মাল্টিপ্লাগ ও ট্র্যাভেল অ্যাডাপ্টার সঙ্গে রাখুন।

৯. ট্র্যাকার ডিভাইস যেমন: অ্যাপল এয়ারট্যাগ বা টাইল ট্র্যাকার রাখতে পারেন। ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলে ট্র্যাক করতে সাহায্য করবে।

১০. পোর্টেবল এলইডি লাইট বা টর্চ রাখুন। রাতে ভ্রমণের সময় হঠাৎ লাইটের দরকার হলে কাজে আসবে।

এসএন 

Share this news on: