নিষেধাজ্ঞার পরও একই অপরাধে জরিমানা গুনলেন হার্দিক

আইপিএল ২০২৪ আসরে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তিন ম্যাচে স্লো-ওভার রেটের জন্য তাঁকে এই শাস্তি দেয়া হয়েছিলো। কিন্তু নিষেধাজ্ঞার রায় আসার পর ওই আসরে হার্দিকদের কোনো ম্যাচ না থাকায় তা কার্যকর করা যায়নি। চলতি আসরে এসে সেই নিষেধাজ্ঞা কার্যকরা হয়। যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক।

হার্দিক না থাকায় ওই ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। বদলি অধিনায়কের অধীনে চার উইকেটে হেরে যায় মুম্বাই।

নিষেধাজ্ঞা কাটিয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেন হার্দিক। ফিরেই সেই একই অপরাধ করে বসেন এ অলরাউন্ডার।

গতকাল শনিবার (২৯ মার্চ) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্লো-ওভার রেটের কারণে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে হার্দিককে। আইপিএলের কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২ অনুযায়ী, এই মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ, যা ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত অপরাধের মধ্যে পড়ে।

টুর্নামেন্টের ৯ নম্বর ম্যাচে গুজরাটের প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৬ রানে হেরে যায় মুম্বাই। এই নিয়ে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই হারলো পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথম জয় নিশ্চিত হলো গুজরাটের।

হারের পর হার্দিক বলেন, ‘আমি মনে করি ব্যাটিং ও বোলিংয়ে আমরা ১৫-২০ রান কম করেছি। ফিল্ডিংয়েও পেশাদারিত্ব দেখাতে পারিনি। কিছু সাধারণ ভুল করেছি, যা আমাদের ২০-২৫ রান বেশি খরচ করিয়েছে। টি-টোয়েন্টি খেলায় এটি অনেক বড় পার্থক্য গড়ে তোলে। গুজরাট টাইটানসের ওপেনাররা চমৎকার ব্যাটিং করেছে, মাত্র কয়েকটি বলের ব্যবধানেই পার্থক্য তৈরি হয়েছে। তারা ঝুঁকি না নিয়ে সঠিক শট খেলেছে এবং দারুণভাবে রান তুলেছে।’

বর্তমানে কোনো ম্যাচ না জিতে নবম স্থানে রয়েছে মুম্বাই। আগামী সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রোহিত-হার্দিকরা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যে কারণে উন্নত চিকিৎসায় বিকল্প ভাবা হচ্ছে চীনের হাসপাতাল Apr 01, 2025
img
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ছড়িয়ে পড়ল ভয়াবহ আগুন Apr 01, 2025
img
চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় Apr 01, 2025
img
খুঁটির সাথে ধাক্কায় প্রাণ হারাল মোটরসাইকেল আরোহী Apr 01, 2025
img
পেনাল্টি ঠেকিয়ে পুরস্কার হিসেবে ডিম পেলেন গোলকিপার! Apr 01, 2025
img
ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান? Apr 01, 2025
img
থাইল্যান্ডে বিদেশিদের জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড বাধ্যতামূলক Apr 01, 2025
img
ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ Apr 01, 2025
img
মেহেরপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২ Apr 01, 2025
img
কেন ট্রলের শিকার হচ্ছেন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী Apr 01, 2025