ঈদের হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা জানালেন রোনালদো

এক মাসের সিয়াম সাধনা শেষে উৎসব মুখর পরিবেশে সারা ‍পৃথিবীব্যাপী পবিত্র ঈদুল ফিতর পালন করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ইতোমধ্যে রোববার (৩০ মার্চ) অন্যতম বড় এ ধর্মীয় উৎসব পালন করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ।

শাওয়াল মাসের চাঁদ দেখা দিলে পরের দিন বাংলাদেশসহ পৃথিবীর অন্য দেশগুলোতে পালন হবে এ উৎসব।।

বিশেষ এই উৎসবকে ঘিরে সবাইকে শুভেচ্ছা জানালেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে খেলতে গত দুই বছরের বেশি সময় ধরে সৌদি আরবে অবস্থান করছেন রোনালদো। সেই সুবাদে ইসলামিক সংস্কৃতি এবং উৎসব সম্পর্কে জানার সুযোগ হয়েছে পর্তুগিজ তারকার। ঈদের দিন শুভেচ্ছা জানানোর বিষয়টিও হয়তো তারই বহিঃপ্রকাশ।

আজ রোববার (৩০ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ঈদ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। জুব্বা পরা নিজের একটি হাসিমাখা ছবি আপলোড করে তিনি লেখেন, ‘সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। বিশেষ এ মুহূর্ত আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য নিয়ে আসুক আনন্দ, শান্ত ও খুশি।’

ফুটবল বিশ্বের এ মহাতারকা অবশ্য গত বছরও সমর্থকদের ঈদ শুভেচ্ছা জানিয়েছিলেন।

 আরএ/এসএন 

Share this news on: