ব্রাজিলের বাজে পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়েছে কোচ দরিভাল জুনিয়রকে। ১৬ ম্যাচ সেলেসাওদের ডাগআউটে দাঁড়ানোর পরেই তাকে বরখাস্ত হয়েছেন তিনি। ৬২ বছর বয়সী এ কোচকে ছাঁটাই করার পর নতুন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
সম্ভাব্য কোচের তালিকায় আছেন তিনজন।তারা হচ্ছেন- কার্লো আনচেলত্তি, হের্হে জেসুস ও ফিলিপে লুইস। এর মধ্যে সবচেয়ে বেশি আনচেলত্তির নাম উচ্চারিত হলেও ব্রাজিল ফেডারেশনের সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানান রিয়াল মাদ্রিদের কোচ। এতে গুঞ্জন উঠেছে জেসুসই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ।
ব্রাজিলের কোচ নিয়োগ দেওয়া হবে আর তাতে নেইমারের মতো তারকার অভিমত থাকবে না তা কী হয়।
তবে সান্তোসের ফরোয়ার্ডের কাছে এ বিষয়ে জানতে চাইলে নিজেই মত দেওয়া থেকে একটু দূরে থাকতে চান। এ সবের মধ্যে জড়াতে চান না বলে জানিয়েছেন তিনি। চোটের কারণে বর্তমানে দলের বাইরে থাকা নেইমার বলেছেন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এর মধ্যে জড়াবেন না।
আমি এখন বাইরে।’
নেইমার জড়াতে না চাইলেও জেসুস যদি সত্যি কোচ হন তাহলে দুজনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে একটু খচখচানি থেকেই যাচ্ছে। কেননা আল হিলালের হয়ে খেলার সময় পর্তুগিজ কোচের সঙ্গে নেইমারের সম্পর্কের অবনতি হয়েছিল। সৌদি চ্যাম্পিয়নশিপের জন্য ব্রাজিলের সুপারস্টারকে স্কোয়াডে না রাখার কারণ হিসেবে আল হিলারের কোচ বলেছিলেন, ‘আমরা যে মানের ফুটবল খেলছি, সেই মানের নেই নেইমার।’
এমন মন্তব্য নেইমারের মতো তারকার হজম করা সহজ ছিল না।
তাই তো প্রতিউত্তরে ব্রাজিলের সর্বোচ্চ ৭৯ গোলের মালিক বলেছিলেন, ‘জেসুসের ওপর রাগ হয়েছিল আমার। যখন তিনি বলেছিলেন, দলের বাকিদের মতো একই পর্যায়ে আমি নেই।’
টিএ/