শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আওয়ামী লীগের চেয়ারম্যান আবু আলেম ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জুনায়েদের বাবা শাহ আলম ফরাজির সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। অন্যদিকে পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।

গত সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ শেষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-বিলদেওয়ানিয়া গ্রামের জাবেদ আলী মাদবরের ছেলে রমজান মাদবর (৪০), আসমত আলী মুন্সীর ছেলে ফয়সাল মুন্সী (১৮), রিপন মাদবরের স্ত্রী হালিমা আক্তার (৩৫), রুহুল আমিন মাদবরের স্ত্রী দিনা বেগম (৫৫), আবু আলেম মাদবরের স্ত্রী সুইটি বেগম (৩৭), মেয়ে সুমাইয়া আক্তার (১৮), তাবাসসুম (১১)। এদের মধ্যে আহত রমজান ও ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওয়ানিয়া গ্রামের শাহ আলম ফরাজির ছেলে জুনায়েদ ফরাজি। জুনায়েদ নিহতের ঘটনায় মামলার আসামি করা হয় শরীয়তপুরের রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু আলেম মাদবর, তার আপন ভাই আলমগীর মাদবর, চাচাতো ভাই ইকবাল মাদবর, কামাল মাদবর ও সোহেল মাদবরসহ অনেককে। আবু আলেম মাদবরের সঙ্গে শাহ আলম ফরাজির দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার ঈদুল ফিতরের নামাজ শেষে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আবু আলেম মাদবর ও ইকবাল মাদবরের বাড়িতে হামলা চালান শাহ আলম ফরাজির লোকজন। পরে তাদের ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে লুটপাট করা হয়। এরপর গোলাম হোসেন রনি, খোকন মাদবর শাহ আলম ফরাজির বাড়িতে হামলা চালায়ি ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় অন্তত সাতজন আহত হন। আহতরা চেয়ারম্যান আবু আলেম মাদবরের লোকজন।

চেয়ারম্যান আবু আলেম মাদবরের স্ত্রী সুইটি বেগম বলেন, ‘রোববার দিবাগত রাতে শাহ আলম ফরাজির লোক বাবু ফরাজি আমাদের বাড়ির সামনে বোম ফাটান। এ ছাড়া আমাদের বাড়ির পানির পাইপ কেটে দেন। পরে সোমবার ঈদের নামজ পরে শাহ আলম ফরাজির নেতৃত্বে ইব্রাহিম ফরাজি, শহজাহান ফরাজি, লোকমান ফরাজি, আসমত ফরাজি, জলিল মাদবরসহ ৮০/৯০ জন লোক আমাদের বাড়িতে এসে ঘরে ঢুকে ঘরের সব আসবাবপত্র, ফ্রিজ, টিভি ভাঙচুর করেন। নগদ টাকা ও ১২ থেকে ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ঘরে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া আমাদের লোক ইকবাল মাদবরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া গোলাম হোসেন রনি, খোকন মাদবরের বাড়িতে হামলা চালায়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আমাদের লোকজন কারো বাড়িতে হামলা চালাননি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই হামলার সঠিক বিচার দাবি করছি।’

এদিকে শাহ আলম ফরাজির স্ত্রী ডলি আক্তার বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা বাড়িতে খিচুড়ির আয়োজন করি। তাই খিচুড়ি খেতে আত্মীয়-স্বজনরা আমাদের বাড়িতে আসে। পরে আমাদের ছেলেরা বাড়ির সামনে ঈদ উপলক্ষে একটি চকলেট বোম ফাটায়। এ বিষয় নিয়ে চেয়ারম্যান আবু আলেম মাদবর ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে জুনায়েদের কবর ভাঙচুর করের এবং আমাদের দুটি ঘর কোপান। পরে আমাদের লোকজন তাদের বাড়িতে হামলা করেন।’

বিষয়টি নিয়ে চেয়ারম্যান আবু আলেম মাদবর গণমাধ্যমকে বলেন, ‘যেদিন জুনায়েদ মিরপুরে মৃত্যু বরণ করেন সেই সময় আমি বাড়িতে ছিলাম। সেইদিন আবার ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে একটি দরবার সালিশেও ছিলাম। পরে শুনি আমিসহ আমার পাঁচ ভাই মামলার আসামি। মামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছিল। যার কোনো সত্যতা নেই। এখন আবার ঈদের দিন শাহ আলম ফরাজি জাজিরার থেকে লোকজন এনে খিচুড়ি খাইয়ে পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলার পর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। আমাদের সাতজনকে পিটিয়ে, কুপিয়ে আহত করেন। জুনায়েদের কবর ভাঙার যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এখন যে সময় তাতে জুনায়েদের কবর ভাঙা তো দূরের কথা, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে আছে। এই অভিযোগ মিথ্যা, আমাদের বাড়িঘর ভাঙচুর করে যে লুটপাট চালিয়েছে শাহ আলম ফরাজি, সেই অভিযোগ থেকে বাঁচতেই উনি জুনায়েদের কবর নিয়ে এমন কথা রটিয়ে বেড়াচ্ছেন।’

এ ঘটনার পর শাহ আলম ফরাজির মোবাইল নম্বরে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, চেয়ারম্যান আবু আলেম মাদবরের সঙ্গে শাহ আলম ফরাজির দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। ঈদের দিন দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। যেহেতু রিমোট এলাকা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
তিন দেশের স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা চুক্তি সই Apr 03, 2025
img
গোপালগঞ্জে মোটরসাইকেল-মাহিন্দ্রা সংঘর্ষে ২ জনের মৃত্যু Apr 03, 2025
img
সিকান্দার’-এর বক্স অফিস সংগ্রহ: তিন দিনে কত আয়? Apr 03, 2025
img
সাইকেল নিয়ে বাংলাদেশী মিলনের অন্নপূর্ণা জয় Apr 03, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা করল সামরিক জান্তা Apr 02, 2025
img
সিলেটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বাসায় হামলা ও ভাঙচুর Apr 02, 2025
img
কোরবানির আগেই দেশে ফিরবেন তারেক রহমান ও খালেদা জিয়া: আলতাফ Apr 02, 2025
img
বায়ু দূষণ-পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যাডভাইজরি কমিটি গঠন Apr 02, 2025
img
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ Apr 02, 2025
img
সালমানের ‘সিকান্দার’ বয়কটের ডাক: কমে গেল ৩২ শতাংশ শো Apr 02, 2025