নন-স্প্যানিশ হিসেবে স্পেনের সর্বোচ্চ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এতদিন ছিল লিওনেল মেসির দখলে। বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ৫২০ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তবে
গতকাল মেসির সেই রেকর্ড ভেঙে দিয়েছেন আঁতোয়ান গ্রিজম্যান।
এস্প্যানিওলের বিপক্ষে গতকাল ১-১ ড্রয়ের ম্যাচটি আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ডের লা লিগায় ৫২১তম। এতে সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ মেসিকে পেছনে ফেলে নন-স্প্যানিশ হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।
মেসি শুধু বার্সেলোনার হয়ে লা লিগায় খেললেও গ্রিজম্যান খেলেছেন তিন ক্লাবের হয়ে। ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে ক্যারিয়ার শুরু করা সাবেক ফরাসি ফরোয়ার্ড পরে কয়েক মেয়াদে আতলেতিকোর হয়ে খেলে ক্লাবটি কিংবদন্তি বনে গেছেন।
মাঝে ২০২১-২২ মৌসুমে বার্সেলোনার হয়ে মেসির সতীর্থ হয়েছিলেন ৩৪ বছর বয়সী তারকা।
নন-স্প্যানিশ হিসেবে রেকর্ড গড়লেও সবমিলিয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় নয়ে আছেন গ্রিজম্যান। শীর্ষে আছেন তিনটি ক্লাবের হয়ে লা লিগায় খেলা স্পেনের দুই ফুটবলার জোয়াকিন ও আন্দোনি জুবিজারেটা। দুজনই সমান ৬২২ ম্যাচ খেলেছেন।
তাদের বাইরে আরেক স্প্যানিশের ৬০০ ম্যাচ খেলার কীর্তি আছে। রাউল গার্সিয়াও তিন ক্লাবের হয়ে খেলেছেন, তার ম্যাচ সংখ্যা ৬০৯।
টিএ/