ঈদের জন্য কারাবন্দি ইমরান খানকে যেসব পোশাক পাঠানো হলো

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু ব্যক্তিগত সামগ্রী ঈদুল ফিতরের আগে আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এসব সামগ্রীর মধ্যে রয়েছে চারটি নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কটি।
পাকিস্তানে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইসলামাবাদে ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির সভার পর এই ঘোষণা দেওয়া হয়।

এসব সামগ্রী কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, যা পরে ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা ইমরান খানের কাছে পৌঁছে দেওয়া হবে। এর এক দিন আগে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ইমরান খানকে বই সরবরাহ করতে হবে এবং ঈদের আগে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন এবং উল্লেখ করেন, ঈদ একটি ধর্মীয় উৎসব, তাই আবেদনকারীকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ অবিলম্বে দিতে হবে।

এদিকে আদিয়ালা কারাগার থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক জানান, কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

তিনি আরো জানান, কারাগারের কর্মীরা প্রথমে আদালতের আদেশের ছবি তোলে এবং তা সুপারিনটেনডেন্টের কাছে পাঠায়। এরপর তারা ফাইল চেয়ে নেয়। কিন্তু পরে তা কোনো প্রক্রিয়া ছাড়াই ফেরত দেয়।

ফয়সাল মালিক আরো বলেন, কারাগার কর্তৃপক্ষ বলেছে, আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে ডাকযোগে পাঠাতে হবে।

ইসলামাবাদ হাইকোর্টে শুনানি ও সাক্ষাৎ অনুমতি-
এদিকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইমরান খানের সাক্ষাতের দিন পুনর্বহাল করেছেন। এখন থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন। তবে সাক্ষাতের অনুমতি শুধু সেই ব্যক্তিদের দেওয়া হবে, যাদের নাম পিটিআই প্রতিষ্ঠাতার সমন্বয়কারী সালমান আকরাম রাজা জমা দেবেন।

এই মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরফরাজ ডোগার সভাপতিত্ব করেন।

তিন সদস্যের বেঞ্চে আরো ছিলেন বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও মুহাম্মদ আজম খান।

গত সপ্তাহে বিচারপতি ডোগার এই বেঞ্চ গঠন করেন এবং ইমরান খানের সাক্ষাৎসংক্রান্ত একাধিক আবেদনের শুনানি একত্র করেন। এর আগে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আবদুল গফুর আনজুম তার এখতিয়ারের মধ্যে থেকে ইমরান খানের সাক্ষাৎ দিনে সীমাবদ্ধতা আরোপ করেছিলেন, যেখানে কেবল মঙ্গলবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নেতানিয়াহুর গ্রেফতারে হাঙ্গেরিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির Apr 01, 2025
img
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন মাহফুজ আনাম Apr 01, 2025
img
মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত ২ বন্ধু Apr 01, 2025
img
বিএনপি নেতার মামলায় ৩ সাংবাদিক Apr 01, 2025
img
আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ Apr 01, 2025
img
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহতের সংখ্যা ৪০ Apr 01, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত Apr 01, 2025
img
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির Apr 01, 2025
img
আমেরিকা ভুল করলে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাবে ইরান : ড. আলী লারিজানি Apr 01, 2025
img
শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ Apr 01, 2025