পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু ব্যক্তিগত সামগ্রী ঈদুল ফিতরের আগে আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এসব সামগ্রীর মধ্যে রয়েছে চারটি নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কটি।
পাকিস্তানে রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইসলামাবাদে ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির সভার পর এই ঘোষণা দেওয়া হয়।
এসব সামগ্রী কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, যা পরে ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা ইমরান খানের কাছে পৌঁছে দেওয়া হবে। এর এক দিন আগে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ইমরান খানকে বই সরবরাহ করতে হবে এবং ঈদের আগে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন এবং উল্লেখ করেন, ঈদ একটি ধর্মীয় উৎসব, তাই আবেদনকারীকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ অবিলম্বে দিতে হবে।
এদিকে আদিয়ালা কারাগার থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক জানান, কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি আরো জানান, কারাগারের কর্মীরা প্রথমে আদালতের আদেশের ছবি তোলে এবং তা সুপারিনটেনডেন্টের কাছে পাঠায়। এরপর তারা ফাইল চেয়ে নেয়। কিন্তু পরে তা কোনো প্রক্রিয়া ছাড়াই ফেরত দেয়।
ফয়সাল মালিক আরো বলেন, কারাগার কর্তৃপক্ষ বলেছে, আদালতের আদেশ আনুষ্ঠানিকভাবে ডাকযোগে পাঠাতে হবে।
ইসলামাবাদ হাইকোর্টে শুনানি ও সাক্ষাৎ অনুমতি-
এদিকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইমরান খানের সাক্ষাতের দিন পুনর্বহাল করেছেন। এখন থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন। তবে সাক্ষাতের অনুমতি শুধু সেই ব্যক্তিদের দেওয়া হবে, যাদের নাম পিটিআই প্রতিষ্ঠাতার সমন্বয়কারী সালমান আকরাম রাজা জমা দেবেন।
এই মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সরফরাজ ডোগার সভাপতিত্ব করেন।
তিন সদস্যের বেঞ্চে আরো ছিলেন বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও মুহাম্মদ আজম খান।
গত সপ্তাহে বিচারপতি ডোগার এই বেঞ্চ গঠন করেন এবং ইমরান খানের সাক্ষাৎসংক্রান্ত একাধিক আবেদনের শুনানি একত্র করেন। এর আগে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আবদুল গফুর আনজুম তার এখতিয়ারের মধ্যে থেকে ইমরান খানের সাক্ষাৎ দিনে সীমাবদ্ধতা আরোপ করেছিলেন, যেখানে কেবল মঙ্গলবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল
এসএন