মদ পানে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু

বিকেলে গোপনে মদ কিনে পান করেন বেশ কয়েকজন নারী-পুরুষ। তারপরই শুরু হয় পেট ব্যথা ও বমি। সন্ধ্যা হতে না হতেই পড়তে থাকে একের পর এক লাশ। সঙ্গে সঙ্গে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তিও করা হয়। সেখানেও কয়েকজনের মৃত্যু হয়।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের চৌধুরীপাড়া গ্রামে বিষাক্ত এই চোলাই মদ পান করে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছে আরও ২৫ জন।

চিকিৎসকরা আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ বলেছে, বিষাক্ত মদ পানে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, এলাকার চোলাই মদ বিক্রেতা চন্দন মাহাতোর কাছ থেকে মঙ্গলবার বিকেলে মদ কিনে পান করে বেশ কয়েকজন নারী-পুরুষ।

বিষাক্ত মদ পানে মঙ্গল ও বুধবার এই দুদিনে মারা গেছে ১০ জন। আর বৃহস্পতিবার আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত ও অসুস্থরা পেশায় দিনমজুর।

এদিকে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার নিহতদের পরিবারগুলোকে দুই লাখ রুপি দেয়ার ঘোষণা করেছে।

 

Share this news on: