ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে অন্যতম এক নেয়ামত। পুরো মুসলিম বিশ্বে ঈদ পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় তারকারাও তাদের ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিচ্ছেন ঈদ আনন্দ।
এদিকে পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ইয়ুমনা জায়েদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি ঈদের সাজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন।
ইয়ুমনা তার ইনস্টাগ্রাম স্টোরি ও ফিডে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন। তার এক ছবিতে দেখা গেছে, তিনি মিষ্টি রঙের ঐতিহ্যবাহী পোশাকে ঈদের সাজে ধরা দিয়েছেন।
শেয়ার করা ছবিতে আরও দেখা যায়, খোলা চুল, হাতে রেশমি চুরি আর মিষ্টি হাসিতে ভক্ত-অনুরাগীদের মন কেড়েছেন। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
তার এই আন্তরিক শুভেচ্ছা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই কমেন্টে তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছে, ‘ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, ঈদ মোবারক।’
প্রসঙ্গত, ইয়ুমনা জায়েদির অভিনীত প্রথম নাটক ‘থাকান’ যেটা এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত হয়েছিলো। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এমআর/এসএন