বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আহ্বান জানাচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পবন খেরা তার পোস্টে বলেন, "বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। এ ধরনের মনোভাব ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। সরকার মণিপুর পরিস্থিতির প্রতি উদাসীন, আর চীন ইতিমধ্যে অরুণাচল প্রদেশে বসতি স্থাপন করেছে।"
এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের এই সাতটি রাজ্য সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের কোনো সরাসরি সংযোগ নেই। একমাত্র বাংলাদেশই তাদের জন্য সমুদ্রপথের অভিভাবক।"
ড. ইউনূসের এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের নীতিনির্ধারক ও রাজনীতিবিদরা এই বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করছেন।
এসএন