বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। ফের নতুন প্রেমে নাকি মজেছেন মালাইকা। অভিনেতা নন, এবার কি ক্রিকেট তারকার প্রেমে পড়লেন অভিনেত্রী?
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলংকার সাবেক ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। আর সেই দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন?
মালাইকা রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে মাঠে এসেছিলেন। তার পরনে ছিল সেই দলেরই জার্সি। তার সঙ্গে ছিলেন এই দলের সাবেক হেড কোচ এবং বর্তমানে সেই দলের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা।
দুজনকে একসঙ্গে দেখে গুঞ্জন উঠেছে নেটপাড়ায়। তাদের মধ্যে কী কথোপকথন হল, তা জানতে উৎসুক নেটপাড়ার বাসিন্দারা। ম্যাচের গতি বৃদ্ধির সঙ্গে অভিব্যক্তি বদলাতে থাকে মালাইকার মুখে। অতীতে বেশির ভাগ সময় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এবার তার সঙ্গে রাজস্থান রয়্যালের যোগসূত্র খোঁজার চেষ্টায় নেটাগরিকেরা।
এমআর/এসএন