মতিঝিলে ৬ নম্বর বাসের ধাক্কায় সিকিউরিটি গার্ড নিহত, বাস জব্দ

রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাসাবো স্কুল অ্যান্ড কলেজের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে মো. শাকিল জানান, আমার বাবা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তাকর্মীর দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন। মতিঝিলে বিআরটিসি কাউন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন আমার বাবা। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

এই ঘটনায় ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন বলেন, বিআরটিসি কাউন্টারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এই ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাগরতলে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণাগার নির্মাণ করছে চীন Apr 07, 2025
img
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Apr 07, 2025
img
একসাথে চুরি হয়ে গেলো সাফারি পার্কের তিনটি লেমুর! Apr 07, 2025
মিয়ানমারে ফিরলেই কি নিজ ভিটা ফিরে পাবেন রোহিঙ্গারা? Apr 07, 2025
গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানাল টেন মিনিট স্কুল, বন্ধ কার্যক্রম Apr 07, 2025
যে কারণে ডিএমপির হেডকোয়ার্টারে টুকু ও এ্যানি চৌধুরী Apr 07, 2025
সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, দিলীপ কুমার আগারওয়াল গ্রে'ফ'তা'র Apr 07, 2025
পিভিসি ব্যানারের পরিবর্তে নতুন উদ্ভাবনী ,আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা Apr 07, 2025
ফি'লি'স্তি'নের সমর্থনে ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্রদল-জামায়াতের প্রতি'বাদ কর্মসূচি Apr 07, 2025
img
পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেয়ে যা খাওয়ার পরামর্শ মৎস্য উপদেষ্টার Apr 07, 2025