পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের নবাবশাহ এলাকা থেকে ৬৯ বছর বয়সী আসিফ আলী জারদারিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন এবং তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর কয়েকটি মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য নবাবশাহ এলাকায় গিয়েছিলেন জারদারি। তার আগে রোববার দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
 
এদিকে, সিন্ধ প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার আসিফ আলী জারদারির সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। তাকে দুবাইয়ে নেওয়ার বিষয়ে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়। শিগগিরই প্রেসিডেন্ট জারদারি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
 
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টেলিফোনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। টেলিফোনে তিনি বলেছেন, ‘‘সারা দেশের মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। সৃষ্টিকর্তা আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।’’


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ভারতীয় চোরাকারবারি Apr 03, 2025
img
বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস Apr 03, 2025
img
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই Apr 03, 2025
img
মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর পররাষ্ট্র উপদেষ্টার গুরুত্বারোপ Apr 03, 2025
img
ট্রাম্পের শুল্কারোপকে ‘ভুল’ ও ‘অযৌক্তিক’ বললেন বিশ্ব নেতারা Apr 03, 2025
img
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক Apr 03, 2025
যে কারণে সাময়িক যু'দ্ধবিরতির ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার- Apr 03, 2025
img
‘মোদি, মোদি’ স্লোগানে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর অবতরণ Apr 03, 2025
ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা Apr 03, 2025
টেসলার পতনেই কি রাজনীতি ছাড়ছেন মাস্ক? Apr 03, 2025