বিমসটেক সম্মেলনে অংশ নিতে ব্যাংকক পৌঁছেছেন নরেন্দ্র মোদি। ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছানোর পর থাই সরকারের পাশাপাশি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতীয় প্রবাসীরা। ‘মোদি, মোদি’ স্লোগানে মুখরিত হয় চারপাশ।
নরেন্দ্র মোদিও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী মোদির এই সফর ভারত এবং বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। সেখানে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশা করছে উভয় পক্ষ।
বিমসটেক সম্মেলনে থাই সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করবেন নরেন্দ্র মোদি। সম্মেলন শেষে, প্রধানমন্ত্রী মোদি শ্রীলঙ্কা সফর করবেন। কলম্বো সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করবে দিল্লি।
এসএম/টিএ