বুমরাহকে নিয়ে ভারত ও মুম্বাইয়ের জন্য নতুন দুঃসংবাদ

জাসপ্রিত বুমরাহকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল ভারত। তবে সব ফরম্যাটে তাকে ছাড়া ভারতীয় দলের লম্বা সময় চলা কঠিনই হতে পারে।

বিশেষ করে বিদেশি কন্ডিশনে অন্য বোলাররা যেখানে খাবি খায়, সেখানে বুমরাহ ব্যতিক্রম। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ৩-৪ ম্যাচে এই তারকা পেসারকে পাওয়া নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে তার চোট আরও গুরুতর। ফলে বুমরাহ’র মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেল!
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলেছে ভারত। সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টেই চোট নিয়ে উঠে যেতে হয় বুমরাহকে। এরপর থেকেই তিনি মাঠের বাইরে আছেন।

তার পিঠের ইনজুরির কথা সকলেরই জানা, এখন বলা হচ্ছে পিঠের হাড়ে চিড় থাকতে পারে। সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুরোদমে বোলিং শুরু করেছেন বুমরাহ। ১ এপ্রিলের মধ্যে তার মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা থাকলেও, সেটি হয়নি।

তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বুমরাহ’র চোট ধারণার চেয়ে বেশি গুরুতর। মেডিক্যাল টিম নিশ্চিত হতে চায় যে, তার কোনো ধরনের চিড়ের শিকার হতে হয়নি। বুমরাহ নিজেও এই ব্যাপার সচেতন।’ চিকিৎসক ও ফিজিওরা বুমরাহ’র পুরোপুরি ফিট হওয়ার বিষয়ে ছাড়পত্র দিলেই, বিসিসিআই ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়ানোর দিকে আগাবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
 
বুমরাহ’র মতোই আরেক ভারতীয় পেসার আকাশ দ্বীপও ভুগছেন পিঠের চোটে। তার মাঠে ফেরার সময়ও ধারণার চেয়ে আরও দীর্ঘ হচ্ছে। এই দুই পেসারের চোট পুনর্বাসন নিয়ে বিসিসিআই সূত্র জানান, ‘তিনি (বুমরাহ) সিওই–তে বোলিং করেছেন, কিন্তু পুরোদমে পুরোনো ছন্দে ফিরতে তার আরও সময় লাগতে পারে। কোনো সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝিতে তিনি মাঠে নামতে পারবেন। আকাশ  

ভারতের জার্সিতে নিজের সবশেষ সিরিজেও সর্বোচ্চ উইকেটশিকারি (৩২) বোলার ছিলেন বুমরাহএদিকে, বুমরাহ’র চোট সাধারণ কিছু নয় বলে সম্প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার শেন বন্ড। এজন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দায়ী করে তিনি ইএসপিনকে ক্রিকইনফোকে বলেন, ‘তার সার্জারি হয়েছে (২০২৩ সালে), কিন্তু তাকে সকল টেস্ট সিরিজেই খেলানো হয়েছে।

পারফর্মও করেছে অবিশ্বাস্যভাবে। কিন্তু দিনশেষে দেখা গেল, (অস্ট্রেলিয়া সিরিজে) এক মাসে সে অতিরিক্ত বল করেছে এবং কোনো বড় সমস্যা হয়নি। তার কোনো চিড়জনিত সমস্যা নেই, কিন্তু সেই চিড়ের বাউন্ডারিলাইনে রয়েছে।’

প্রসঙ্গত, বুমরাহ’র আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে কেবল একটিতে। যদিও পরাজিত হওয়া ম্যাচ দুটিতে দায় বেশি ছিল ব্যাটারদের। রানবন্যার আইপিএলে তারা এখনও পুরোপুরি খোলস ছেড়ে বের হতে পারেনি। নিজেদের তৃতীয় ম্যাচেও জয় এসেছে ছোট লক্ষ্য তাড়ায়। মাত্র এক ম্যাচ জিতলেও সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী মুম্বাই পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ভারতীয় চোরাকারবারি Apr 03, 2025
img
বিমসটেক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস Apr 03, 2025
img
ভারতের বিপক্ষে ড্র করে সুখবর পেয়েছেন হামজারা, শীর্ষে আর্জেন্টিনাই Apr 03, 2025
img
মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর পররাষ্ট্র উপদেষ্টার গুরুত্বারোপ Apr 03, 2025
img
ট্রাম্পের শুল্কারোপকে ‘ভুল’ ও ‘অযৌক্তিক’ বললেন বিশ্ব নেতারা Apr 03, 2025
img
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক Apr 03, 2025
যে কারণে সাময়িক যু'দ্ধবিরতির ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সরকার- Apr 03, 2025
img
‘মোদি, মোদি’ স্লোগানে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর অবতরণ Apr 03, 2025
ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা Apr 03, 2025
টেসলার পতনেই কি রাজনীতি ছাড়ছেন মাস্ক? Apr 03, 2025