ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ চালিত একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বুধবার (২ এপ্রিল) সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ চালিত ক্লিনিক লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে কয়েক ডজন মানুষ হতাহত হয়। হাজার হাজার উদ্বাস্তু জাবালিয়া শহরে আশ্রয় নিয়েছে। তাদের জন্য ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার ফলে ভবনটিতে ভয়াবহ আগুন লাগে। ফলে বেশ কয়েকজন মৃতদেহ পুড়ে গেছে। এবারই প্রথম নয়, ২০২৩ সালের অক্টোবর গাজায় ইসরাইলের চলমান গণহত্যার যুদ্ধের পর ওই ক্লিনিকে বিমান হামলা চালানো হয়েছিল।
বুধবার সকাল থেকে ইসরাইলি বাহিনী গাজাজুড়ে বিমান হামলা জোরদার করেছে। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এদিন উপত্যকাজুড়ে আরও কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর ফলে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি বর্বরতায় ১ হাজার ৪২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ২ হাজার ৫০০ জনের বেশি।
এদিকে গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বুধবার এক বিবৃতিতে এই মন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। তবে ইসরাইল কি পরিমান জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি।
এমআর/এসএন