ঈদ মিছিলে মূর্তি প্রদর্শন: জামায়াতের কঠোর নিন্দা

সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঈদ উদযাপনের সময় মূর্তি প্রদর্শন করে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টিকারীদের বিষয়ে তদন্ত করতে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল বুধবার (২ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মধ্যে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। কিন্তু এবারের ঈদ সবার মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদযাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে।

‘কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব এবং ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না।’

তিনি বলেন, ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসূল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা সংশ্লিষ্ট সকলকে স্মরণ করিয়ে দিতে চাই– ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ঈদকে ঘিরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে।

‘সম্প্রতি ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থি। যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে, তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

আরএ

Share this news on:

সর্বশেষ

img
শাকিবের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে নিশো বললেন ‘ভুল-বোঝাবুঝি’ Apr 04, 2025
img
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হলো বাংলাদেশ Apr 04, 2025
img
ঈদযাত্রায় যমুনা সেতুতে দুই লাখ যানবাহন পারাপার, টোল আদায় ১৯ কোটি Apr 04, 2025
img
‘লিজেন্ড ফেসঅফ’এ মুখোমুখি বার্সেলোনা-রিয়াল Apr 04, 2025
img
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত Apr 04, 2025
img
কোহলিকে বল করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সিরাজ Apr 04, 2025
img
নাটোরে পারিবারিক কলহের জেরে নিজবাড়িতে আগুন Apr 04, 2025
মুক্তিযুদ্ধের বিরোধীদের যে হুঁশিয়ারি দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান Apr 04, 2025
img
নারী্র কানে শোনার ক্ষমতা পুরুষের তুলনায় বেশি, বলছে গবেষণা Apr 04, 2025
ঈদ কাটিয়ে ঢাকায় ফিরে ট্রেনযাত্রা নিয়ে যা বলছেন যাত্রীরা Apr 04, 2025