১১ জনের দলে ১২ নম্বরে নেমে ১৩ রানের বিশ্বরেকর্ড!

ক্রিকেটে ১১ জনের দলে ব্যাটিংয়ে নামার সুযোগ সাধারণত ১২ নম্বর খেলোয়াড়ের থাকে না। তবে কনকাশন বদলির নিয়ম চালুর পর বিরল হলেও এটি সম্ভব। গতকাল হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেই বিরল সুযোগ পান পাকিস্তানের সুফিয়ান মুকিম। তিনি সুযোগটি কাজে লাগিয়ে অনন্য এক রেকর্ড গড়েন এবং ইতিহাসের পাতায় নাম লেখান।

কিউইদের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৭২ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। তখন ব্যাটিংয়ে নামেন হারিস রউফ। কিন্তু ২৫তম ওভারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার কনকাশন বদলি হিসেবে ১১ নম্বরে ব্যাট করতে নামেন নাসিম শাহ। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করেন তিনি।

ওয়ানডেতে ১১ নম্বরে ব্যাট করে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

নাসিম না পারলেও মুকিম পেরেছেন। ১২ নম্বরে নেমে ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান করেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই পজিশনে তার চেয়ে বেশি রান আর কেউ করতে পারেননি।

এখন পর্যন্ত ১২ নম্বরে ব্যাট করার ঘটনা ঘটেছে মাত্র ১০ বার। শুরুটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েলের মাধ্যমে। সে বছরই চালু হয় কনকাশন বদলি নিয়ম। এরপর টেস্টে জেইডেন সিলস, লুঙ্গি এনগিদি, বাংলাদেশের এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী একবার করে ১২ নম্বরে ব্যাটিং করেছেন। তবে তারা কেউ রানের খাতা খুলতে পারেননি।

২০২৩ সালে মিরপুর টেস্টে ৪ রানে অপরাজিত ছিলেন আফগানিস্তানের জহির খান। মুকিমের আগে এটিই ছিল সর্বোচ্চ।

ওয়ানডেতে প্রথম ক্রিকেটার হিসেবে ১২ নম্বরে ব্যাট করেন আয়ারল্যান্ডের জশ লিটল। কিন্তু তিনি শূন্য রানে আউট হন। টি-টোয়েন্টিতে এই অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের ফজল হক ফারুকি (১) ও উগান্ডার হেনরি সেনিয়োন্দোর (০)
নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এর আগে বল হাতে ৩৩ রানে দুই উইকেট শিকার করেন মুকিম। বাঁহাতি লেগ স্পিনার হিসেবেই তিনি বেশি পরিচিত।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
নারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার Apr 03, 2025
img
বার্সেলোনার স্বস্তি: ওলমো ও ভিক্তরের খেলার অনুমতি দিল স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় Apr 03, 2025
img
অজয়ের জন্মদিনে কি উপহার দিলেন আলিয়া Apr 03, 2025
img
এক দশক পর মালয়েশিয়া নিখোঁজ বিমানের অনুসন্ধান বন্ধ করার ঘোষণা Apr 03, 2025
img
শাকিব খানকে বলবো প্লিজ, এটা নিয়ে মনে কষ্ট রাখবেন না: নিশো Apr 03, 2025
img
হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিবৃতি: সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার অভিযোগটি ভিত্তিহীন Apr 03, 2025
img
ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় তেল–গ্যাস নেই যে কারণে Apr 03, 2025
img
খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই : আব্দুস সালাম Apr 03, 2025
img
বাড়তি ভাড়া নেওয়ায় হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা Apr 03, 2025
img
গাজায় গত দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে Apr 03, 2025