বার্সেলোনার করা আপিলের প্রেক্ষিতে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয় (CSD) দানি ওলমো ও পাউ ভিক্তরকে চলতি মৌসুমের বাকি অংশে খেলার অনুমতি দিয়েছে। দীর্ঘ অনিশ্চয়তা ও আইনি জটিলতার পর ক্লাবটি অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল।
গত গ্রীষ্মে বার্সেলোনা এই দুই খেলোয়াড়কে দলে ভেড়ালেও অর্থনৈতিক নিয়মের কারণে তাদের নিবন্ধন করাতে ব্যর্থ হয়। পরে প্রথম ভাগের জন্য নিবন্ধনের অনুমতি পেলেও, মৌসুমের দ্বিতীয় ভাগে নিবন্ধন আটকে দেয় বার্সেলোনার দুটি আদালত, লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)।
লা লিগা ক্লাবটিকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সময়সীমা বেঁধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত সাময়িকভাবে ওলমো ও ভিক্তরকে খেলার অনুমতি দেয়।
সম্প্রতি লা লিগা বার্সেলোনার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেও, ক্লাবটি নিজেদের অবস্থান ধরে রেখেছে। বার্সেলোনা দাবি করেছে, খেলোয়াড়দের নিবন্ধন বাতিল করা মানে তাদের পেশাদার কাজের অধিকার খর্ব করা।
যদিও আপাতত এই সমস্যা কেটে গেছে, তবে আগামী মৌসুমে পুনরায় একই জটিলতা তৈরি হতে পারে। কারণ, বার্সেলোনার ব্যয় এখনও লা লিগার নির্ধারিত সীমার বাইরে। ফলে ক্লাবটিকে হয় আয় বাড়াতে হবে, নয়তো বড় অঙ্কের বেতন পাওয়া খেলোয়াড়দের বিক্রি করতে হবে।
এসএস