নোবেলজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা প্রত্যাহার
মোজো ডেস্ক 04:03AM, Apr 03, 2025
শান্তিতে নোবেলজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের ভিসা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইমেইলের মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয় বলে তিনি জানিয়েছেন। বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
অস্কার আরিয়াস জানিয়েছেন, তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে। কোস্টারিকার দুইবারের এই প্রেসিডেন্ট ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মধ্য-আমেরিকায় গৃহযুদ্ধের অবসানে তার প্রচেষ্টার জন্য নোবেল কর্তৃপক্ষ তাকে এই স্বীকৃতি দেয়।
কোস্টারিকার সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, মঙ্গলবার সকালের দিকে তার মার্কিন পর্যটক ও ব্যবসায়িক ভিসা বাতিল করার তথ্য ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র কেন তার ভিসা বাতিল করেছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও শুল্কনীতির একজন কট্টর সমালোচক।
মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ৮৪ বছর বয়সী অস্কার আরিয়াস বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের একটি দৃষ্টান্ত। কিন্তু আজ দেশটির গণতন্ত্রে স্বৈরাচারের বৈশিষ্ট্য রয়েছে।"